ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ এমপির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) আওয়ামী লীগের ৪৮ জন এবং জাতীয় পার্টি থেকে দুই জন সংসদ সদস্যকে পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের চলতি অধিবেশনে যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই ৫০ এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।

প্রথম ধাপে আওয়ামী লীগ থেকে নির্বাচিত ৪৮ জনকে শপথ বাক্য পাঠ করানো হয়। দ্বিতীয় ধাপে জাতীয় পার্টি থেকে নির্বাচিত দুইজন সংরক্ষিত আসনের নারী এমপি শপথবাক্য পাঠ করেন।

সব সীমাবদ্ধতা কাটিয়ে জনগণের জন্য কাজ করবেন এমন প্রত্যাশা করেন এমপিরা।

নির্বাচনী ইশতেহারে ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার কথা জানান নারী সংসদ সদস্যরা। শপথ শেষে চলতি অধিবেশনেই যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের ২২৪ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন এমপি রয়েছেন। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টির এমপি রয়েছেন একজন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৫০ এমপি

আপডেট টাইম : ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০ এমপির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) আওয়ামী লীগের ৪৮ জন এবং জাতীয় পার্টি থেকে দুই জন সংসদ সদস্যকে পৃথকভাবে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সংসদের চলতি অধিবেশনে যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই ৫০ এমপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার।

প্রথম ধাপে আওয়ামী লীগ থেকে নির্বাচিত ৪৮ জনকে শপথ বাক্য পাঠ করানো হয়। দ্বিতীয় ধাপে জাতীয় পার্টি থেকে নির্বাচিত দুইজন সংরক্ষিত আসনের নারী এমপি শপথবাক্য পাঠ করেন।

সব সীমাবদ্ধতা কাটিয়ে জনগণের জন্য কাজ করবেন এমন প্রত্যাশা করেন এমপিরা।

নির্বাচনী ইশতেহারে ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার কথা জানান নারী সংসদ সদস্যরা। শপথ শেষে চলতি অধিবেশনেই যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের ২২৪ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন এমপি রয়েছেন। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টির এমপি রয়েছেন একজন করে।