বাঙালী কণ্ঠ ডেস্কঃ নাটোরের লালপুর উপজেলায় পেটের পীড়া সইতে না পেরে বঁটি দিয়ে দুই পায়ের রগ কেটে মিনা রানী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার সকালে উপজেলার হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মিনা রানী ওই গ্রামের উজ্জ্বল কুমারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে পেটের পীড়ায় ভুগছিলেন মিনা। পরিবারের সদস্যদের অজান্তে সকালে তার নিজ ঘরে দুই পায়ের রগ কেটে আত্মহত্যা করেন।
আড়বাব ইউনিয়ন পরিষদের সদস্য লালন হোসেন জানান, দীর্ঘদিন অসুস্থতার কারণে পায়ের দুই রগ কেটে ফেলায় অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।
লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি মানসিক চাপে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।