বাঙালী বার্তা ডেস্কঃ নিজ মোটরসাইকেলে স্লিপ কেটে পড়ে সংঘর্ষে ফায়ার ফাইটার কর্মী জুয়েল হোসেন (৩১) নিহত হয়েছেন। বুধবার সকাল (৭টায়) বগুড়া-নওগাঁ মহাসড়কের বেড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ৷
বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানা পুলিশ ৷
নিহত জুয়েল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি বগুড়া জেলা কাহালু ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। জুয়েলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সূত্রে যানা যায় ছুটিতে বাড়িতে এসেছিলেন জুয়েল। ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগদানের জন্য বুধবার সকালে মোটরসাইকেল
যোগে বগুড়া কাহালুর উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, নিজ মোটরসাইকেল যোগে কর্মস্থেলে যাওয়ার পথে স্লিপ কেটে পরে গেলে তার উপর দিয়ে আরও একটি মোটরসাইকেল জুয়েলের মাথার উপর দিয়ে গেলে গুরুতর যখম হলে হাসপাতালে নেওয়ার পথে জুয়েল মারা যান, বগুড়া জেলার কাহালু ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, জুয়েল হোসেন (৫৫) তম ব্যচে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন।