ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক্স-রে করে বাসযাত্রীর পেটে মিলল স্বর্ণের ৮টি বার

খুলনায় এক বাসযাত্রীর পেট থেকে স্বর্ণের আটটি বার উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে আবদুল আওয়াল (৩৬) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে এক্স-রে করে তার পেটে স্বর্ণের বার রয়েছে বলে জানতে পারে পুলিশ।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।

গ্রেপ্তার আবদুল আওয়ালের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামে। তিনি ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরায় যাওয়ার জন্য বাসে উঠেছিলেন।

কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন খবর পেয়ে তারা ঢাকা-খুলনা মহাসড়কের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া মোড়ে তল্লাশিচৌকি বসান। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পরিবহন থেকে আবদুল আউয়ালকে আটক করা হয়।

ওসি বলেন, আবদুল আউয়ালের দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে খুলনা নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর ওই ব্যক্তি বিশেষ কায়দায় স্বর্ণের আটটি বার বের করে দেন। এ ঘটনায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

এক্স-রে করে বাসযাত্রীর পেটে মিলল স্বর্ণের ৮টি বার

আপডেট টাইম : ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

খুলনায় এক বাসযাত্রীর পেট থেকে স্বর্ণের আটটি বার উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে আবদুল আওয়াল (৩৬) নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে এক্স-রে করে তার পেটে স্বর্ণের বার রয়েছে বলে জানতে পারে পুলিশ।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।

গ্রেপ্তার আবদুল আওয়ালের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামে। তিনি ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরায় যাওয়ার জন্য বাসে উঠেছিলেন।

কেএমপির লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। এমন খবর পেয়ে তারা ঢাকা-খুলনা মহাসড়কের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া মোড়ে তল্লাশিচৌকি বসান। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পরিবহন থেকে আবদুল আউয়ালকে আটক করা হয়।

ওসি বলেন, আবদুল আউয়ালের দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে খুলনা নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর ওই ব্যক্তি বিশেষ কায়দায় স্বর্ণের আটটি বার বের করে দেন। এ ঘটনায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।