ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরতে গিয়ে স্বামীকে হত্যা : স্ত্রী-প্রেমিকসহ তিনজনের মৃত্যুদণ্ড

সিলেটের জাফলংয়ে বহুল আলোচিত ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’র জেরে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)।

আদালত সূত্রে জানা যায়, নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। ২০২৩ সালে স্ত্রীকে নিয়ে সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি। এরপর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পরদিন নিহতের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এই মামলার রায় ঘোষণা করেন।

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের পরদিন নিহতের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে খুশনাহারের কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেপ্তার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ঘুরতে গিয়ে স্বামীকে হত্যা : স্ত্রী-প্রেমিকসহ তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

সিলেটের জাফলংয়ে বহুল আলোচিত ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’র জেরে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪-এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)।

আদালত সূত্রে জানা যায়, নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। ২০২৩ সালে স্ত্রীকে নিয়ে সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি। এরপর তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের পরদিন নিহতের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এই মামলার রায় ঘোষণা করেন।

এ বিষয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের পরদিন নিহতের বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে খুশনাহারের কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেপ্তার করে পুলিশ।