কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রাম থেকে একদিন বয়সী এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশ থেকে বাক্সবন্দী মরদেহটি উদ্ধার হয়। নবজাতকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারেরা গ্রামের তিন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি কার্টুন বক্স দেখতে পায়। পরে তারা তা খুলে একটি নবজাতকের মরদেহ দেখে। তারা খবর দিলে স্থানীয়রা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মরদেহ উদ্ধার করে।
দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, খবর পেয়ে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্ত করা যায়নি।