মালয়েশিয়া যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জয়পুরহাট পৌর সভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকের বিরুদ্ধে দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি শাহেদ আল মামুন জানান, ৪ ও ৫ অগাস্ট জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান নজিবুল সরকার বিশাল ও মেহেদি হাসান। সেই সময় আহত হন অনেকেই।
এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোস্তাকের বিরুদ্ধে দুটি হত্যাসহ ছয়টি মামলা করা হয়। মামলায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন মোস্তাক।
তিনি বলেন, আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়। সকালে মোস্তাক মালয়েশিয়ায় যাওয়ার জন্য ঢাকা বিমান বন্দর গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আনতে জয়পুরহাট গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকায় গেছে।
বৃহস্পতিবার আওয়ামী লীগের এই নেতাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি শাহেদ আল মামুন।