বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমকে আনোয়ার আপসহীন সৈনিক ছিলেন। যে কারণে শেষ বয়সেও সরকারের জেল-জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন সরকারের জুলুম-নির্যাতন তাকে আর স্পর্শ করবে না।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের দ্বিতীয় নামাজে জানাজার আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য সোমবার রাত ১টা ২০মিনিটে রাজধানীর কাটাবনের এলিফ্যান্ড রোডের নিজ বাসভবনে মারা যান। মঙ্গলবার সকাল ১০টায় কাটাবন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ আনা হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামেন।
বেলা ১১টা ৫৭ মিনিটে তার দ্বিতীয় জানাজা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
জানাজায় মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদুসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ হাজারও মুসল্লি অংশ নেন।