ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আবারও রিমান্ডে মেয়র মান্নান

টঙ্গী থানার নাশকতা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে গাজীপুর আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেয়।

আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, টঙ্গী থানার নাশকতা মামলায় এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৪ মে জয়দেবপুর ও কালিয়াকৈর থানার আলাদা দুটি নাশকতার মামলায় অধ্যাপক এমএ মান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাসে অগ্নিসংযোগের মামলায় পুলিশ এমএ মান্নানকে গ্রেপ্তার করে। একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) আলাদা দুটি মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি মেয়র এমএ মান্নানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হলে ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

আবারও রিমান্ডে মেয়র মান্নান

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০১৬

টঙ্গী থানার নাশকতা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে গাজীপুর আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেয়।

আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, টঙ্গী থানার নাশকতা মামলায় এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৪ মে জয়দেবপুর ও কালিয়াকৈর থানার আলাদা দুটি নাশকতার মামলায় অধ্যাপক এমএ মান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাসে অগ্নিসংযোগের মামলায় পুলিশ এমএ মান্নানকে গ্রেপ্তার করে। একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) আলাদা দুটি মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি মেয়র এমএ মান্নানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হলে ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেন।