বাঙালী কণ্ঠ নিউজঃ বনশ্রীর গৃহকর্মী লাইলী বেগমের মৃত্যুর ঘটনার তদন্তে বাড়ির সিসি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
ফুটেজ দেখে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করবে পুলিশ। প্রাথমিক ময়নাতদন্তে লাইলীর শরীরে জখমের চিহ্ন পেয়েছেন চিকিৎসকেরা।
রোববার সকালে খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর কবির খান বাঙালী কণ্ঠকে বলেন, ‘বনশ্রীর জি ব্লকের ওই বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ নেওয়া হয়েছে শনিবার রাতে। এখন বিশ্লেষণ চলছে।’
ময়নাতদন্তে লাইলীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া প্রসঙ্গে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমরা তদন্ত সবে মাত্র শুরু করলাম। আশা করছি ভিডিও ফুটেজ এবং রিমান্ডে আসামিদের দেওয়া তথ্য থেকে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’
নিহতের স্বজনের দায়ের করা মামলায় রিমান্ডে আছেন গৃহকর্তা মুন্সী মঈনুদ্দিন ও বাড়ির দারোয়ান তোফাজ্জল হোসেন লিটন।
রোববার সরেজমিন বনশ্রীর জি ব্লক এলাকায় দেখা গেছে, ওই বাড়ির সামনেসহ পুরো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র্যাব ও সাদা পোশাকের গোয়েন্দাদের টহল দিতে দেখা যায়। অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার গৃহকর্মীর লাইলীর লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা শুরু হয়। উত্তেজিত জনতা তখন সেখানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।