বাঙালী কণ্ঠ নিউজঃ দিনাজপুরের চিরিরবন্দরে জসিম উদ্দীন ও আব্দুল হাই নামক দুই কসাইকে করাদণ্ড ও একই সময় সজীব নামের এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী ভ্রাম্যমাণ আদালতে তাদের এ আদেশ দেন।
গোলাম রব্বানী জানান, মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গাভী জবাইয়ের অভিযোগে সোমবার মধ্যরাতে তাদের শ্মশানঘাট চান্দেরকুড়া নামক স্থান থেকে রোগাক্রান্ত গরুর মাংসসহ আটক করে পুলিশ।
সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে তিন মাসের জেল ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত জসিম উদ্দীদের বাড়ি জেলার নশরতপুরের রাণীপুর গ্রামে আর আব্দুল হাইয়ের বাড়ি খানসামার ভাবকী গ্রামে বলে জানা গেছে। অর্থদণ্ড প্রাপ্ত সজীবের বাড়ি একই জেলার রাণীপুর গ্রামে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাদের বিরুদ্ধে রোগাক্রান্ত গরু জবাইয়ের প্রমাণ পাওয়ায় তিন মাস করে কারাদণ্ড ও একজনকে ৫হাজার টাকা জরিমানা এবং ভ্যান চালক আনোয়ার হোসেনকে খালাস দেয়া হয়েছে।
এছাড়া জব্দকৃত প্রায় ৬০কেজি মাংস ধ্বংস করতে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।
রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি প্রতিটি হাট-বাজার এলাকার মানুষকে এ বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান।
ভ্রাম্যমাণ অভিযানে চিরির বন্দর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. আবু সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।