বাঙালী কণ্ঠ নিউজঃ আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় আইনগতভাবে মোকাবেলা করা হবে। রাজনৈতিক ভাবে মোকাবেলা করার কোন অভিপ্রায় নেই।
তিনি বলেন, সংসদ কর্তৃক বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী দ্বারা বিচার বিভাগের সংঙ্গে সংসদ ক্ষমতার প্রতিযোগিতায় অবতীর্ণ হয়নি।আজ বৃহস্পতিবার দুপুরে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিঙয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি সামরিক শাসকদের কাছ থেকে প্রাপ্ত । এটি গঠনতন্ত্রের ধারণার সঙ্গে যায় না। তিনি বলেন, রায়ের পর সুপ্রিম জুডিশিয়ালের কাউন্সিলের তড়িঘড়ি করে ডাকা বৈঠক দুঃখজনক।