বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা ট্রেড সেন্টারে দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতি অভিযোগে দুদকের মামলায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ সাতজনের বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রবিবার এ মামলায় অভিযোগ গঠন করেন। আগামী ২১ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রাখেন তিনি।
অন্যান্য আসামিরা হলেন— ঢাকা সিটি করপোরেশনের সার্ভেয়ার মোতালেব হোসেন, বাচ্চু মিয়া, ফারুক হোসেন, কানুনগো মোহাম্মদ আলী, সাবেক সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু ও মোহসীন উদ্দিন মোড়ল।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা নিয়ম-বহির্ভূতভাবে সিটি করপোরেশনের মালিকানাধীন বিপণি বিতান ঢাকা ট্রেড সেন্টারের সামনের খোলা জায়গা মাসে ১৫ টাকা প্রতি স্কয়ার ফুট হারে বরাদ্দ দিয়েছেন।
২০১৫ সালের ২২ সেপ্টেম্বর খোকাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুল সালাম।