কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
বুধবার বিকেল সাড়ে ৪টায় কারাগারের পার্ট-২ থেকে মুক্তি পান তিনি।
কারাগারের পার্ট-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৮ আগস্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদকে রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এরপর ওই বছর ২৪ আগস্ট ৪ মামলার ১ দিন করে ৪ দিন, ১৯ আগস্ট রমনা থানার একটি মামলায় ৩ দিন এবং ২৭ আগস্ট লালবাগ থানার একটি মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ২৯ ফেব্রুয়ারি রিমান্ড এবং জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত।
এর আগে তার নামে থাকা ৪০টি মামলায় একে একে জামিন পান শওকত মাহমুদ। সর্বশেষ গত ১৪ জুন যাত্রাবাড়ী থানার একটি মামলাসহ দুই মামলায় জামিন পান এ সাংবাদিক নেতা। এরপর তার কারামুক্তিতে আর কোনো বাধা ছিল না।