ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় তিন মেয়রসহ আট প্রার্থীকে জরিমানা

জেলার পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় দুই মেয়র প্রার্থীসহ তিন মেয়র প্রার্থী এবং পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ হাসিনা আক্তার তিন মেয়র প্রার্থীসহ আট প্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের অপরাধে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবা উদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামানকে এবং নির্ধারিত মাপের চেয়ে বড় আকারে নির্বাচনী ব্যানার টানানোর অপরাধে বিএনপি প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে জরিমানা করা হয়। এর আগেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মেজবা উদ্দিনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় পাকুন্দিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মেজবা উদ্দিন (নৌকা), বিএনপি প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন (ধানের শীষ) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ)।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় তিন মেয়রসহ আট প্রার্থীকে জরিমানা

আপডেট টাইম : ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬

জেলার পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় দুই মেয়র প্রার্থীসহ তিন মেয়র প্রার্থী এবং পাঁচ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ হাসিনা আক্তার তিন মেয়র প্রার্থীসহ আট প্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের অপরাধে আওয়ামী লীগ প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবা উদ্দিন ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামানকে এবং নির্ধারিত মাপের চেয়ে বড় আকারে নির্বাচনী ব্যানার টানানোর অপরাধে বিএনপি প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে জরিমানা করা হয়। এর আগেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. মেজবা উদ্দিনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় পাকুন্দিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মেজবা উদ্দিন (নৌকা), বিএনপি প্রার্থী বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন (ধানের শীষ) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ)।