ঢাকা , বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন আর নেই

যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গত সোমবার ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। বয়সজনিত কারণেই তিনি মারা গিয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও তার মৃত্যুর বিষয়টি ঘোষণা দেওয়া হয়। অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে, ‘আমরা কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের ভালবাসা প্রেরণ করছি এবং আমাদের প্রার্থনা করছি।’

তার ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে ‘হাস্যরস এবং বুদ্ধির’ মেলবন্ধন বলে উল্লেখ করেন। সেই সঙ্গে কিকিকে বর্ণনা করেন বাস্তবিক, দয়ালু, প্রেমময় এবং মজাদার একজন মানুষ হিসেবে।

ছেলে ক্রিস অ্যান্ডারসন বলেন, ‘উষ্ণতা ও উদারতার জন্য যারা তাকে (কিকি হাকানসন) চিনতেন, তারা সবাই তাকে মনে রাখবেন।’

এদিকে মিস ওয়ার্ল্ডের চেয়ারওম্যান জুলিয়া মোরলে তার ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করে বলেন, ‘কিকি একজন সত্যিকারের অগ্রগামী ছিলেন এবং তাই এটি উপযুক্ত ছিল যে, কিকি প্রথম মিস ওয়ার্ল্ড হিসেবে ইতিহাসে তার জায়গা পাবে। আমরা অনন্তকাল ধরে প্রথম মিস ওয়ার্ল্ড, কেরস্টিন (কিকি) হাকানসনের স্মৃতি উদযাপন করব, যিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’

প্রসঙ্গত, সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হাকানসন ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন।

কিকির বিজয় মিস ওয়ার্ল্ড উত্তরাধিকারের সূচনা করেছিল। এর আগে একই বছর মিস সুইডেন ওয়ার্ল্ডের মুকুটও জিতেছিলেন কিকি হাকানসন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বিশ্বের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন আর নেই

আপডেট টাইম : ২৪ মিনিট আগে

যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। গত সোমবার ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। বয়সজনিত কারণেই তিনি মারা গিয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও তার মৃত্যুর বিষয়টি ঘোষণা দেওয়া হয়। অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে, ‘আমরা কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের ভালবাসা প্রেরণ করছি এবং আমাদের প্রার্থনা করছি।’

তার ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে ‘হাস্যরস এবং বুদ্ধির’ মেলবন্ধন বলে উল্লেখ করেন। সেই সঙ্গে কিকিকে বর্ণনা করেন বাস্তবিক, দয়ালু, প্রেমময় এবং মজাদার একজন মানুষ হিসেবে।

ছেলে ক্রিস অ্যান্ডারসন বলেন, ‘উষ্ণতা ও উদারতার জন্য যারা তাকে (কিকি হাকানসন) চিনতেন, তারা সবাই তাকে মনে রাখবেন।’

এদিকে মিস ওয়ার্ল্ডের চেয়ারওম্যান জুলিয়া মোরলে তার ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করে বলেন, ‘কিকি একজন সত্যিকারের অগ্রগামী ছিলেন এবং তাই এটি উপযুক্ত ছিল যে, কিকি প্রথম মিস ওয়ার্ল্ড হিসেবে ইতিহাসে তার জায়গা পাবে। আমরা অনন্তকাল ধরে প্রথম মিস ওয়ার্ল্ড, কেরস্টিন (কিকি) হাকানসনের স্মৃতি উদযাপন করব, যিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।’

প্রসঙ্গত, সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হাকানসন ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন।

কিকির বিজয় মিস ওয়ার্ল্ড উত্তরাধিকারের সূচনা করেছিল। এর আগে একই বছর মিস সুইডেন ওয়ার্ল্ডের মুকুটও জিতেছিলেন কিকি হাকানসন।