ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গল্পটি শহর ও গ্রামের

একঝাঁক তারকা নিয়ে ঢাকার অদূরে গাজীপুরের পূবাইলে চলছে নতুন ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’র শুটিং। এটি প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে। কেক কাটার মধ্যদিয়ে সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এদিন আয়োজক করা হয় এক সংবাদ সম্মেলনেরও।

এতে বৈশাখী টিভির লিটু সোলায়মান (ডেপুটি হেড অব প্রোগ্রাম) ছাড়াও উপস্থিত ছিলেন নাটকের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। ছিলেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, শ্যামল মাওলা, শরাফ আহমেদ জীবন, মায়মুনা মম, একে আজাদ সেতু, সূচনা শিকদার,শ্যামন্তি সৌমি, শারমিন ইমু সাথী,তানিয়া লিজাসহ অনেকেই।

এদিন সাংবাদিকদের সামনে নাটকের সার্বিক বিষয় তুলে ধরেন চিত্রনাট্যকার ইউসুফ আলী খোকন ও পরিচালক রোমান রুনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী টিভির মিডিয়া মুখপাত্র দুলাল খান।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির লিটু সোলায়মান।

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘এই নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতই সহজ সরল ছিল আর শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলিন হয়ে যাচ্ছে সহজ-সরল মানুষগুলোর সরল জীবনযাপনের সবকিছু।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

গল্পটি শহর ও গ্রামের

আপডেট টাইম : ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

একঝাঁক তারকা নিয়ে ঢাকার অদূরে গাজীপুরের পূবাইলে চলছে নতুন ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’র শুটিং। এটি প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভিতে। কেক কাটার মধ্যদিয়ে সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এদিন আয়োজক করা হয় এক সংবাদ সম্মেলনেরও।

এতে বৈশাখী টিভির লিটু সোলায়মান (ডেপুটি হেড অব প্রোগ্রাম) ছাড়াও উপস্থিত ছিলেন নাটকের অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। ছিলেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, শ্যামল মাওলা, শরাফ আহমেদ জীবন, মায়মুনা মম, একে আজাদ সেতু, সূচনা শিকদার,শ্যামন্তি সৌমি, শারমিন ইমু সাথী,তানিয়া লিজাসহ অনেকেই।

এদিন সাংবাদিকদের সামনে নাটকের সার্বিক বিষয় তুলে ধরেন চিত্রনাট্যকার ইউসুফ আলী খোকন ও পরিচালক রোমান রুনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী টিভির মিডিয়া মুখপাত্র দুলাল খান।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির লিটু সোলায়মান।

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘এই নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতই সহজ সরল ছিল আর শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলিন হয়ে যাচ্ছে সহজ-সরল মানুষগুলোর সরল জীবনযাপনের সবকিছু।’