ঢাকা , সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাদীর ‘কুফা’ বিস্ফোরণ হবে, বললেন পরীমনি

নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শেখ সাদী। তরুণ এই গায়ক ফেসবুকে গান ভিডিওটির একটি পোস্টার শেয়ার করলেন সেটি নিজের ফেসবুকে শেয়ার করে শুভ কামনা জানান আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

জানা গেছে, পরীমনি গানটি শুনেছেন। তাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেও দিয়েছেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।

ফেসবুকে শুভ কামনা জানিয়ে ক্যাপশনে লিখেন, সাদীর ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।গানটি আজ বুধবার উন্মুক্ত হবে। তানভীরের মিউজিকে এর মিক্স-মাস্টারিং করেছেন সোহান রহমান।

এদিকে সম্প্রতি পরীমনির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন শেখ সাদী।

এই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরদিন আদালতে আত্মসমর্পণ করতে যান পরী। এ সময় শুরু থেকেই পরীর পাশে ছিলেন তরুণ এই গায়ক।শেখ সাদীর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ললনা’, ‘আজ মন ভালো নেই’, ‘অভিমান’, ‘একা আমি’, ‘দোলে দোলে’, ‘চোখের বারান্দায়’, ‘লড়বে বাংলাদেশ’, ‘ললনা ২’, ‘সাজনা’।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাদীর ‘কুফা’ বিস্ফোরণ হবে, বললেন পরীমনি

আপডেট টাইম : ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শেখ সাদী। তরুণ এই গায়ক ফেসবুকে গান ভিডিওটির একটি পোস্টার শেয়ার করলেন সেটি নিজের ফেসবুকে শেয়ার করে শুভ কামনা জানান আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

জানা গেছে, পরীমনি গানটি শুনেছেন। তাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেও দিয়েছেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।

ফেসবুকে শুভ কামনা জানিয়ে ক্যাপশনে লিখেন, সাদীর ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।গানটি আজ বুধবার উন্মুক্ত হবে। তানভীরের মিউজিকে এর মিক্স-মাস্টারিং করেছেন সোহান রহমান।

এদিকে সম্প্রতি পরীমনির মামলায় জামিনদার হয়ে নতুন করে আলোচনায় এসেছেন শেখ সাদী।

এই নায়িকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরদিন আদালতে আত্মসমর্পণ করতে যান পরী। এ সময় শুরু থেকেই পরীর পাশে ছিলেন তরুণ এই গায়ক।শেখ সাদীর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘ললনা’, ‘আজ মন ভালো নেই’, ‘অভিমান’, ‘একা আমি’, ‘দোলে দোলে’, ‘চোখের বারান্দায়’, ‘লড়বে বাংলাদেশ’, ‘ললনা ২’, ‘সাজনা’।