ঢাকা , সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

খবরের শিরোনাম হতে আর ভালো লাগে না : ওমর সানী

একটা সময় ছিল যখন তুমুল ব্যস্ত সময় পার করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত টানা শুটিংয় ফ্লোরে থাকতেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সফল ও হিট সিনেমা। কিন্তু সাম্প্রতিক সময়ে সিনেমার চেয়ে নানা মন্তব্যের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন ওমর সানী।

এখন খবরের শিরোনাম হতে আর ভালো লাগে না বলেই জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ক।কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন, ‘আমি তো এখন আর নিউজের আর্টিস্ট না। এখনো প্রায়ই আমাকে নিয়ে নিউজ হয়। এখন এটা আর আমার ভালো লাগে না।

তা ছাড়া কোনো কাজ করলেও সেটি সাংবাদিকদের ফোন করে জানাতে হবে বলে মনে করি না। যেটা জানানোর সেটা আমি আমার ফেসবুকেই লিখি। এটাই আমার সংবাদপত্র, এটাই আমার চ্যানেল বা ক্যামেরাম্যান। ফেসবুকই আমার সব কিছু।
সাম্প্রতিক ব্যস্ততা কী নিয়ে, এমন প্রশ্নে নব্বইয়ের দশকের এই নায়ক বলেন, ‘আমার রেস্তোরাঁর ব্যবসা আছে, এখন সেটা নিয়েই ব্যস্ত থাকি। নতুন আরেকটা কিছু করার কথা ভাবছি, সেগুলো নিয়েই আছি এখন। আর বর্তমানে দেশের অবস্থা যেমন, আমার ব্যবসারও ঠিক তেমনই। চলছে মোটামুটি।’

এর মধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানান তিনি।

তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। বললেন, ‘দুই-তিনটা সিনেমার প্রস্তাব এসেছে, কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হলে পরিচালক কিংবা সিনেমা কোনো কিছুই বলতে পারছি না।’এদিকে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ওমর সানীর স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমী। এর আগে যতবারই দেশের বাইরে গিয়েছেন এক মাসের মধ্যে ফিরলেও এবার প্রায় দুই বছর হতে চললেও তার দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যে কারণে গুঞ্জনও ওঠে, আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ডের অপেক্ষায় আছেন মৌসুমী। যদিও এই বিষয়ে ওমর সানী কিংবা মৌসুমী কেউই মুখ খোলেননি।

মৌসুমী কবে দেশে ফিরবেন, সব শেষ এমন প্রশ্নে ওমর সানী বলেন, ‘সে (মৌসুমী) তো দেশে কোনো ছবি সাইন করে যায়নি কিংবা কাউকে ফাঁসিয়ে যায়নি যে তার দেশে ফেরার চিন্তা করতে হবে সবাইকে। এখন তো আমাদের পরিবারকে (ছেলে-মেয়ে) সময় দেওয়া উচিত, মৌসুমীও তাই করছে। সেখানে ভালো আছে। আমিও হয়তো শিগগিরই যাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খবরের শিরোনাম হতে আর ভালো লাগে না : ওমর সানী

আপডেট টাইম : ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
একটা সময় ছিল যখন তুমুল ব্যস্ত সময় পার করেছেন। সকাল থেকে রাত পর্যন্ত টানা শুটিংয় ফ্লোরে থাকতেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সফল ও হিট সিনেমা। কিন্তু সাম্প্রতিক সময়ে সিনেমার চেয়ে নানা মন্তব্যের কারণে প্রায়ই খবরের শিরোনাম হন ওমর সানী।

এখন খবরের শিরোনাম হতে আর ভালো লাগে না বলেই জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়ক।কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে ওমর সানী বলেন, ‘আমি তো এখন আর নিউজের আর্টিস্ট না। এখনো প্রায়ই আমাকে নিয়ে নিউজ হয়। এখন এটা আর আমার ভালো লাগে না।

তা ছাড়া কোনো কাজ করলেও সেটি সাংবাদিকদের ফোন করে জানাতে হবে বলে মনে করি না। যেটা জানানোর সেটা আমি আমার ফেসবুকেই লিখি। এটাই আমার সংবাদপত্র, এটাই আমার চ্যানেল বা ক্যামেরাম্যান। ফেসবুকই আমার সব কিছু।
সাম্প্রতিক ব্যস্ততা কী নিয়ে, এমন প্রশ্নে নব্বইয়ের দশকের এই নায়ক বলেন, ‘আমার রেস্তোরাঁর ব্যবসা আছে, এখন সেটা নিয়েই ব্যস্ত থাকি। নতুন আরেকটা কিছু করার কথা ভাবছি, সেগুলো নিয়েই আছি এখন। আর বর্তমানে দেশের অবস্থা যেমন, আমার ব্যবসারও ঠিক তেমনই। চলছে মোটামুটি।’

এর মধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব এসেছে বলেও জানান তিনি।

তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। বললেন, ‘দুই-তিনটা সিনেমার প্রস্তাব এসেছে, কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হলে পরিচালক কিংবা সিনেমা কোনো কিছুই বলতে পারছি না।’এদিকে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ওমর সানীর স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমী। এর আগে যতবারই দেশের বাইরে গিয়েছেন এক মাসের মধ্যে ফিরলেও এবার প্রায় দুই বছর হতে চললেও তার দেশে ফেরার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। যে কারণে গুঞ্জনও ওঠে, আমেরিকায় স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ডের অপেক্ষায় আছেন মৌসুমী। যদিও এই বিষয়ে ওমর সানী কিংবা মৌসুমী কেউই মুখ খোলেননি।

মৌসুমী কবে দেশে ফিরবেন, সব শেষ এমন প্রশ্নে ওমর সানী বলেন, ‘সে (মৌসুমী) তো দেশে কোনো ছবি সাইন করে যায়নি কিংবা কাউকে ফাঁসিয়ে যায়নি যে তার দেশে ফেরার চিন্তা করতে হবে সবাইকে। এখন তো আমাদের পরিবারকে (ছেলে-মেয়ে) সময় দেওয়া উচিত, মৌসুমীও তাই করছে। সেখানে ভালো আছে। আমিও হয়তো শিগগিরই যাব।’