সিরিয়ার শিশু আয়লানের নিষ্প্রাণ শরীর ভেসে ওঠার ছবি এখনো মনে রেখেছে পৃথিবীর মানুষ। সম্প্রতি সিরিয়ার শিশু আয়লানকে নিয়ে তৈরি একটি গানে কণ্ঠ দেন ফাহমিদা নবী।
ফাহমিদা নবী সেই গানের ভিডিওর শুটিং করতে দলবলসহ কক্সবাজার গিয়েছিলেন। ইনানী পয়েন্টে যখন শুটিং চলছিল, তখন ছিল ভাটার সময়। বিষয়টি নাকি একেবারেই খেয়াল করেননি ফাহমিদা নবীসহ শুটিং ইউনিটের কেউই। তখনই ঘটে দুর্ঘটনা। গানের ভিডিওর শুটিং করতে গিয়ে নিজেই সাগরে ভেসে যাচ্ছিলেন ফাহমিদা নবী।
ফাহমিদা নবী জানিয়েছেন, ইনানী পয়েন্টে পাথরের ওপর বসে আমরা শুটিং করছি। সঙ্গে ছিল শিশু রোমেলা। হঠাৎ করে জোরে আসা পানি ধাক্কা দিয়ে আমাকে একেবারে ডুবিয়ে দেয়। পাথরের ওপর থেকে পড়ে যাই। আমাকে ধরে রেখেছিল রোমেলা।
ফাহমিদা নবী সেই গানের ভিডিওর শুটিং করতে দলবলসহ কক্সবাজার গিয়েছিলেন। ইনানী পয়েন্টে যখন শুটিং চলছিল, তখন ছিল ভাটার সময়। বিষয়টি নাকি একেবারেই খেয়াল করেননি ফাহমিদা নবীসহ শুটিং ইউনিটের কেউই। তখনই ঘটে দুর্ঘটনা। গানের ভিডিওর শুটিং করতে গিয়ে নিজেই সাগরে ভেসে যাচ্ছিলেন ফাহমিদা নবী।
ফাহমিদা নবী জানিয়েছেন, ইনানী পয়েন্টে পাথরের ওপর বসে আমরা শুটিং করছি। সঙ্গে ছিল শিশু রোমেলা। হঠাৎ করে জোরে আসা পানি ধাক্কা দিয়ে আমাকে একেবারে ডুবিয়ে দেয়। পাথরের ওপর থেকে পড়ে যাই। আমাকে ধরে রেখেছিল রোমেলা।