ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

অভিনয় নিয়ে ভাবতে চাই না : সাবিলা

গেল ঈদে যে কয়জন তারকা আলোচনায় ছিলেন তাদের মধ্যে অন্যতম সাবিলা নূর। হোক সেটা খণ্ড নাটক, ধারাবাহিক কিংবা নাচের কোন অনুষ্ঠান। সব ক্ষেত্রেই বেশ উজ্জ্বল ছিলেন এই টিনএজ অভিনেত্রী।

সব মিলিয়ে বেশ সরব ছিলেন এবারের ঈদে। তাইতো গত তিন চারটা মাস একচেটিয়া শুটিং করেছেন তিনি। আর রাত দিন পরিশ্রমের ফসল এবারের ঈদে ঘরে তুললেন সাবিলা।
ব্যস্ততার মায়াজাল কাটিয়ে এবার তিনি ডুব দিচ্ছেন পড়াশোনার রাজ্যে। তাইতো বেশীর ভাগ সময় এখন ব্যয় করছেন পড়ার টেবিলে। সাবিলা নর্থ-সাউথ ইনিভার্সিটির বিবিএর ছাত্রী। বর্তমানে অ্যাসাইনমেন্ট, রিপোর্ট তৈরী করা ও গ্রুপ ডিসকাশন নিয়ে ব্যস্ত সময় পার করেছন তিনি।

সাবিলা জানান, এই কয়েকটা দিন কোন ধরণের শুটিং বা অভিনয় নিয়ে ভাবতে চাই না। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাই। থাকতে চাই পড়ার টেবিলে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

অভিনয় নিয়ে ভাবতে চাই না : সাবিলা

আপডেট টাইম : ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬

গেল ঈদে যে কয়জন তারকা আলোচনায় ছিলেন তাদের মধ্যে অন্যতম সাবিলা নূর। হোক সেটা খণ্ড নাটক, ধারাবাহিক কিংবা নাচের কোন অনুষ্ঠান। সব ক্ষেত্রেই বেশ উজ্জ্বল ছিলেন এই টিনএজ অভিনেত্রী।

সব মিলিয়ে বেশ সরব ছিলেন এবারের ঈদে। তাইতো গত তিন চারটা মাস একচেটিয়া শুটিং করেছেন তিনি। আর রাত দিন পরিশ্রমের ফসল এবারের ঈদে ঘরে তুললেন সাবিলা।
ব্যস্ততার মায়াজাল কাটিয়ে এবার তিনি ডুব দিচ্ছেন পড়াশোনার রাজ্যে। তাইতো বেশীর ভাগ সময় এখন ব্যয় করছেন পড়ার টেবিলে। সাবিলা নর্থ-সাউথ ইনিভার্সিটির বিবিএর ছাত্রী। বর্তমানে অ্যাসাইনমেন্ট, রিপোর্ট তৈরী করা ও গ্রুপ ডিসকাশন নিয়ে ব্যস্ত সময় পার করেছন তিনি।

সাবিলা জানান, এই কয়েকটা দিন কোন ধরণের শুটিং বা অভিনয় নিয়ে ভাবতে চাই না। আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাই। থাকতে চাই পড়ার টেবিলে।