ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান ১০০ রানের লিড হলেই চলবে দক্ষিণ আফ্রিকার লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি মৃত্যুর পর মরদেহ কী হবে, বলে গেছেন মনি কিশোর দুর্নীতি দমাতে ডিজিটাইজেশনে গুরুত্ব প্রধান উপদেষ্টার হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা ‘মীমাংসিত’ ইস্যু, নয়া বিতর্ক সৃষ্টি আর নয় : প্রেসিডেন্ট বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন : রাষ্ট্রপতিকে হাসনাত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে মতিউর রহমান চৌধুরীকে যা বলেছেন রাষ্ট্রপতি জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিল জাতীয় পার্টি, দাবি জিএম কাদেরের

নতুন করে শুরু বিনোদন

বাঙালী কন্ঠ ডেস্কঃ বহুদিন হাতে কাজ ছিল না। স্ক্রিনে মুখও দেখা যায়নি। কিন্তু এই বিরতি যে আসলে কাজে লেগেছে সে কথারই প্রমাণ দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। হাতে এখন গুরুত্বপূর্ণ দুটি ছবির কাজ। আর এ দুটি ছবিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে, এমনটা মনে করেন নায়িকা নিজেই। একদিকে ব্যাডমিন্টন তারকা সাইনা  নেহওয়ালের বায়োপিক, অন্যদিকে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবির রিমেক। দুটি ছবিই অসম্ভব বাস্তববাদ সমৃদ্ধ। ৩০ বছর বয়সী পরিণীতি সম্প্রতি ইনস্টাগ্রামে দুই ছবি নিয়ে তার  কেমন ব্যস্ততা, কেমন প্রস্তুতি তারই ঝলক শেয়ার করেছেন।

একদিকে ব্যাডমিন্টনের কোর্টে বসে ঘাম মুছে শাটলারের জীবনী, অন্যদিকে রিমেক ছবিতে গ্ল্যামারাস চরিত্র। আজকাল কেমন চলছে তার,  সেটিই ক্যাপশন করেছেন নায়িকা। সঙ্গে পরিণীতির বক্তব্য, এই ছবিগুলি ইনস্টাগ্রামের চেয়েও বেশি নিজের জন্য পোস্ট করা। কয়েকদিন আগেই ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর আরেকটি নেশাতুর লুকের ছবি শেয়ার করেছিলেন তিনি। ছিল রক্ত ঝরে পড়া মুখের ছবিও। শেষ তাকে দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘জাবারিয়া  জোড়ি’ ছবিতে। পরিণীতি বলেন, মধ্যে বিরতি নিয়েছিলাম নতুন করে শুরু করবার জন্য। এ সময়ে নিজেকে আরো প্রস্তুত করেছি। আর বিরতির পরই এমন দুটি ছবি হাতে এলো যেগুলো আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে বলেই বিশ্বাস করি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান

নতুন করে শুরু বিনোদন

আপডেট টাইম : ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯

বাঙালী কন্ঠ ডেস্কঃ বহুদিন হাতে কাজ ছিল না। স্ক্রিনে মুখও দেখা যায়নি। কিন্তু এই বিরতি যে আসলে কাজে লেগেছে সে কথারই প্রমাণ দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। হাতে এখন গুরুত্বপূর্ণ দুটি ছবির কাজ। আর এ দুটি ছবিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে, এমনটা মনে করেন নায়িকা নিজেই। একদিকে ব্যাডমিন্টন তারকা সাইনা  নেহওয়ালের বায়োপিক, অন্যদিকে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবির রিমেক। দুটি ছবিই অসম্ভব বাস্তববাদ সমৃদ্ধ। ৩০ বছর বয়সী পরিণীতি সম্প্রতি ইনস্টাগ্রামে দুই ছবি নিয়ে তার  কেমন ব্যস্ততা, কেমন প্রস্তুতি তারই ঝলক শেয়ার করেছেন।

একদিকে ব্যাডমিন্টনের কোর্টে বসে ঘাম মুছে শাটলারের জীবনী, অন্যদিকে রিমেক ছবিতে গ্ল্যামারাস চরিত্র। আজকাল কেমন চলছে তার,  সেটিই ক্যাপশন করেছেন নায়িকা। সঙ্গে পরিণীতির বক্তব্য, এই ছবিগুলি ইনস্টাগ্রামের চেয়েও বেশি নিজের জন্য পোস্ট করা। কয়েকদিন আগেই ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর আরেকটি নেশাতুর লুকের ছবি শেয়ার করেছিলেন তিনি। ছিল রক্ত ঝরে পড়া মুখের ছবিও। শেষ তাকে দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘জাবারিয়া  জোড়ি’ ছবিতে। পরিণীতি বলেন, মধ্যে বিরতি নিয়েছিলাম নতুন করে শুরু করবার জন্য। এ সময়ে নিজেকে আরো প্রস্তুত করেছি। আর বিরতির পরই এমন দুটি ছবি হাতে এলো যেগুলো আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে বলেই বিশ্বাস করি।