ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান ১০০ রানের লিড হলেই চলবে দক্ষিণ আফ্রিকার লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি মৃত্যুর পর মরদেহ কী হবে, বলে গেছেন মনি কিশোর দুর্নীতি দমাতে ডিজিটাইজেশনে গুরুত্ব প্রধান উপদেষ্টার হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা ‘মীমাংসিত’ ইস্যু, নয়া বিতর্ক সৃষ্টি আর নয় : প্রেসিডেন্ট বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন : রাষ্ট্রপতিকে হাসনাত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে মতিউর রহমান চৌধুরীকে যা বলেছেন রাষ্ট্রপতি জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিল জাতীয় পার্টি, দাবি জিএম কাদেরের

গানের মানুষ খালেদ হামিদ চৌধুরী

বাঙালী কন্ঠ ডেস্কঃ গানের মানুষ খালেদ হামিদ চৌধুরী (কেএইচসি)। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে তিনি পেশায় একজন আইনজীবী। গানকে ভালোবেসে ২০০৪ সালে গড়ে তোলেন ব্যান্ড ‘সিতার’। তিনি ছাড়াও এ ব্যান্ডের অন্য সদস্যরা হলেন-আসাদ, আদিল, শাহিন ও শুভ। তার ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘উৎসর্গ’। ২০০৬ সালে এটি প্রকাশ হয়। ব্যান্ডের প্রথম অ্যালবাম দিয়েই সেই সময় সবার নজরে আসেন তিনি। ২০০৯ সালে তারা প্রকাশ করেন ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম।

ব্যান্ডের পাশাপাশি ২০১৩ সালে একক অ্যালবামও প্রকাশ করেন তিনি। তার প্রথম একক অ্যালবাম ‘সামনে তাকাও’। অ্যালবামের ‘বৃষ্টি’ ও ‘সামনে তাকাও’ গান দুটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় ছয় বছর পর সম্প্রতি তিনি প্রকাশ করলেন দ্বিতীয় একক অ্যালবাম ‘তবু এই ভালো’। তেরটি গান দিয়ে এ অ্যালবামটি সাজানো হয়েছে। এরমধ্যে সাতটি বাংলা ও ছয়টি জনপ্রিয় ইংরেজি গান আছে। বাংলা সাতটি গানের একটির কথা লিখেছেন গুঞ্জন রহমান। ছয়টি গানের কথার পাশপাশি সাতটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। ইংরেজি গানগুলো করেছেন আসাদ। অ্যালবামে ‘মেঘ হতে চাই’ শিরোনামের একটি গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাফিলা শাহীন। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ‘রাঙ্গিয়ে দাও’ শিরোনামের একটি গান করেছেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটের সময় গানটি ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে। অ্যালবামের গানগুলো ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে ‘কেএইচসি ও ফ্রেন্ডস’ ইউটিউব চ্যানেলে। খালেদ হামিদ চৌধুরী  বলেন, আমি যে পেশায় আছি সেখান থেকে গান করা অনেক কষ্টকর হয়ে পড়ে। তবুও আমি সংগীত থেকে দূরে থাকতে পারি না। আমি গানের সঙ্গে মিশে গেছি। এ ছাড়া শ্রোতাদের কাছ থেকে গানের জন্য যে ভালোবাসা পেয়েছি তাতেই আমি গান করার সাহস পাই। এভাবেই গানের সঙ্গে মিশে থাকতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান

গানের মানুষ খালেদ হামিদ চৌধুরী

আপডেট টাইম : ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯

বাঙালী কন্ঠ ডেস্কঃ গানের মানুষ খালেদ হামিদ চৌধুরী (কেএইচসি)। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে তিনি পেশায় একজন আইনজীবী। গানকে ভালোবেসে ২০০৪ সালে গড়ে তোলেন ব্যান্ড ‘সিতার’। তিনি ছাড়াও এ ব্যান্ডের অন্য সদস্যরা হলেন-আসাদ, আদিল, শাহিন ও শুভ। তার ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘উৎসর্গ’। ২০০৬ সালে এটি প্রকাশ হয়। ব্যান্ডের প্রথম অ্যালবাম দিয়েই সেই সময় সবার নজরে আসেন তিনি। ২০০৯ সালে তারা প্রকাশ করেন ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম।

ব্যান্ডের পাশাপাশি ২০১৩ সালে একক অ্যালবামও প্রকাশ করেন তিনি। তার প্রথম একক অ্যালবাম ‘সামনে তাকাও’। অ্যালবামের ‘বৃষ্টি’ ও ‘সামনে তাকাও’ গান দুটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় ছয় বছর পর সম্প্রতি তিনি প্রকাশ করলেন দ্বিতীয় একক অ্যালবাম ‘তবু এই ভালো’। তেরটি গান দিয়ে এ অ্যালবামটি সাজানো হয়েছে। এরমধ্যে সাতটি বাংলা ও ছয়টি জনপ্রিয় ইংরেজি গান আছে। বাংলা সাতটি গানের একটির কথা লিখেছেন গুঞ্জন রহমান। ছয়টি গানের কথার পাশপাশি সাতটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। ইংরেজি গানগুলো করেছেন আসাদ। অ্যালবামে ‘মেঘ হতে চাই’ শিরোনামের একটি গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাফিলা শাহীন। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ‘রাঙ্গিয়ে দাও’ শিরোনামের একটি গান করেছেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটের সময় গানটি ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে। অ্যালবামের গানগুলো ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে ‘কেএইচসি ও ফ্রেন্ডস’ ইউটিউব চ্যানেলে। খালেদ হামিদ চৌধুরী  বলেন, আমি যে পেশায় আছি সেখান থেকে গান করা অনেক কষ্টকর হয়ে পড়ে। তবুও আমি সংগীত থেকে দূরে থাকতে পারি না। আমি গানের সঙ্গে মিশে গেছি। এ ছাড়া শ্রোতাদের কাছ থেকে গানের জন্য যে ভালোবাসা পেয়েছি তাতেই আমি গান করার সাহস পাই। এভাবেই গানের সঙ্গে মিশে থাকতে চাই।