ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান ১০০ রানের লিড হলেই চলবে দক্ষিণ আফ্রিকার লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি মৃত্যুর পর মরদেহ কী হবে, বলে গেছেন মনি কিশোর দুর্নীতি দমাতে ডিজিটাইজেশনে গুরুত্ব প্রধান উপদেষ্টার হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা ‘মীমাংসিত’ ইস্যু, নয়া বিতর্ক সৃষ্টি আর নয় : প্রেসিডেন্ট বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন : রাষ্ট্রপতিকে হাসনাত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে মতিউর রহমান চৌধুরীকে যা বলেছেন রাষ্ট্রপতি জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিল জাতীয় পার্টি, দাবি জিএম কাদেরের

আসন্ন চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন সমিতি থেকে সব ছোট শিল্পীদের বের করে দেবে একসময় : নাসরিন

শিল্পী সমিতিতে ধীরে ধীরে ছোট শিল্পীদের জায়গা থাকবে না, তাদের তাড়িয়ে দেওয়া হবে, ঝলমলে নায়ক নায়িকা ছাড়া ওরা শিল্পী সমিতিতে কাউকে রাখবে না- এমনটাই অভিযোগ বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নাসরিনের।

বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠের সাথে আলাপকালে নাসরিন বলেন, ‘আমি একজন অভিনেত্রী, নায়িকা, নৃত্যশিল্পী- হয়তো আমাকে তারা আমাকে বাদ দিতে পারেনি। কিন্তু অনেককেই বাদ দিয়ে দিয়েছে। আমি ওই বর্তমান কমিটিতে ছিলাম। এসব নানা কারণে একমত না হতে পেরে বেরিয়ে এসেছি।’

নাসরিন অভিযোগ করে বলেন, ‘আমি আমার কথা ভাবি না, আজ দুইশোজনের কাছাকাছি সদস্যকে তারা সদস্য হিসেবে মনে করে বাতিল করেছে। এরপর ওরা ক্ষমতায় এলে তো নাচের আর্টিস্ট, ফাইটের আর্টিস্টদেরও শিল্পী সমিতি থেকে সরিয়ে দেবে। বলবে যাও তোমাদের তো আলাদা সংগঠন আছে এখানে তোমাদের কী? দেখা যাবে শিল্পী সমিতি একসময় কিছু আর্টিস্ট নায়ক নায়িকার রোল করে যারা তাদের হয়ে যাবে। ছোট আর্টিস্টদের জায়গা হবে না শিল্পী সমিতিতে।’

আরও পড়ুন মৌসুমী সমর্থকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না

নাসরিন এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নির্বাচন করছেন। বরাবরই প্রতিবাদী নাসরিন গতবারের নির্বাচিত কমিটিতেও ছিলেন। নাসরিন বলেন, ‘যারা বাদ পড়েছে ভোটার তালিকা থেকে তাদের অনেককের জন্যই খারাপ লাগছে। তাদেরকে যে কারণ দেখিয়ে বাদ দিয়েছে সেই কারণ দেখিয়ে আগামীতে অনেককেই বাদ দেওয়া যাবে যদি এরা আবার কমিটি নির্বাচিত হয়।’

‘অগ্নিশথপ’ ছবির মাধ্যমে নাসরিনের রুপালি পর্দায় অভিষেক হয় ১৯৯২ সালে। তারপর নাসরিনের পরিচিতি আসে প্রয়াত দিলদারের সঙ্গে জুটি বেঁধে। দিলদার মারা যাবার পর কাবিলার সঙ্গেও জুটি বেঁধে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। বেশকিছু ছবিতে নেতিবাচক চরিত্রেও তাকে দেখা গেছে।

মৌসুমী সমর্থকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান

আসন্ন চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন সমিতি থেকে সব ছোট শিল্পীদের বের করে দেবে একসময় : নাসরিন

আপডেট টাইম : ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯

শিল্পী সমিতিতে ধীরে ধীরে ছোট শিল্পীদের জায়গা থাকবে না, তাদের তাড়িয়ে দেওয়া হবে, ঝলমলে নায়ক নায়িকা ছাড়া ওরা শিল্পী সমিতিতে কাউকে রাখবে না- এমনটাই অভিযোগ বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নাসরিনের।

বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠের সাথে আলাপকালে নাসরিন বলেন, ‘আমি একজন অভিনেত্রী, নায়িকা, নৃত্যশিল্পী- হয়তো আমাকে তারা আমাকে বাদ দিতে পারেনি। কিন্তু অনেককেই বাদ দিয়ে দিয়েছে। আমি ওই বর্তমান কমিটিতে ছিলাম। এসব নানা কারণে একমত না হতে পেরে বেরিয়ে এসেছি।’

নাসরিন অভিযোগ করে বলেন, ‘আমি আমার কথা ভাবি না, আজ দুইশোজনের কাছাকাছি সদস্যকে তারা সদস্য হিসেবে মনে করে বাতিল করেছে। এরপর ওরা ক্ষমতায় এলে তো নাচের আর্টিস্ট, ফাইটের আর্টিস্টদেরও শিল্পী সমিতি থেকে সরিয়ে দেবে। বলবে যাও তোমাদের তো আলাদা সংগঠন আছে এখানে তোমাদের কী? দেখা যাবে শিল্পী সমিতি একসময় কিছু আর্টিস্ট নায়ক নায়িকার রোল করে যারা তাদের হয়ে যাবে। ছোট আর্টিস্টদের জায়গা হবে না শিল্পী সমিতিতে।’

আরও পড়ুন মৌসুমী সমর্থকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না

নাসরিন এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নির্বাচন করছেন। বরাবরই প্রতিবাদী নাসরিন গতবারের নির্বাচিত কমিটিতেও ছিলেন। নাসরিন বলেন, ‘যারা বাদ পড়েছে ভোটার তালিকা থেকে তাদের অনেককের জন্যই খারাপ লাগছে। তাদেরকে যে কারণ দেখিয়ে বাদ দিয়েছে সেই কারণ দেখিয়ে আগামীতে অনেককেই বাদ দেওয়া যাবে যদি এরা আবার কমিটি নির্বাচিত হয়।’

‘অগ্নিশথপ’ ছবির মাধ্যমে নাসরিনের রুপালি পর্দায় অভিষেক হয় ১৯৯২ সালে। তারপর নাসরিনের পরিচিতি আসে প্রয়াত দিলদারের সঙ্গে জুটি বেঁধে। দিলদার মারা যাবার পর কাবিলার সঙ্গেও জুটি বেঁধে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। বেশকিছু ছবিতে নেতিবাচক চরিত্রেও তাকে দেখা গেছে।

মৌসুমী সমর্থকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না