ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান ১০০ রানের লিড হলেই চলবে দক্ষিণ আফ্রিকার লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি মৃত্যুর পর মরদেহ কী হবে, বলে গেছেন মনি কিশোর দুর্নীতি দমাতে ডিজিটাইজেশনে গুরুত্ব প্রধান উপদেষ্টার হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা ‘মীমাংসিত’ ইস্যু, নয়া বিতর্ক সৃষ্টি আর নয় : প্রেসিডেন্ট বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন : রাষ্ট্রপতিকে হাসনাত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে মতিউর রহমান চৌধুরীকে যা বলেছেন রাষ্ট্রপতি জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিল জাতীয় পার্টি, দাবি জিএম কাদেরের

সংসারের ব্যস্ততা শেষে গানে নিয়মিত হচ্ছেন সালমা

বাঙ্গালী কণ্ঠ ডেস্কঃ বিয়ে, সন্তান- এসব কারণে নতুন গান তৈরি থেকে কিছুদিন দূরে ছিলেন সঙ্গীতশিল্পী সালমা। এর মধ্যে আবারও দেশে থাকবেন কি না সেটা নিয়েও ছিল গুঞ্জন।

দ্বিতীয় বিয়ে করার পর স্বামীর কর্মস্থল লন্ডনেই বসবাস করার কথা জানিয়েছিলেন এ সঙ্গীতশিল্পী। পাশাপাশি সেখানে ব্যারিস্টারি পড়বেন বলেও জানান সালমা। এসব কারণে গান ছেড়ে দিচ্ছেন সালমা- এমন খবরে সয়লাব হয়ে গিয়েছিল মিডিয়া। তবে শেষ পর্যন্ত সালমা জানিয়েছেন, এসব গুজব। মোটেও গান ছাড়ছেন না তিনি।

যেখানেই থাকুন দেশে নিয়মিত গান প্রকাশ হবে তার। এরই মধ্যে সে প্রস্তুতিও নিয়েছেন। একটি গান প্রকাশও হয়েছে। সালমা বলেন, ‘আমি জানি না কে বা কারা, কী উদ্দেশ্যে আমাকে নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন। সবার উদ্দেশে বিনীতভাবে জানিয়ে রাখছি, আমি এখন দেশেই আছি এবং দেশেই থাকব নিয়মিত।

এটা সত্যি, ব্যক্তিগত কাজে আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম। কিন্তু তার মানে এই নয় যে, আমি দেশের বাইরেই স্থায়ী হয়েছি এবং গান ছেড়ে দিয়েছি। গান আমার আত্মার খোরাক, গান আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তাই গান ছাড়ার তো প্রশ্নই আসে না।’ এদিকে ১ সেপ্টেম্বর জন্ম নেয়া দ্বিতীয় কন্যা সাফিয়াকে নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমা। এছাড়া গেল সপ্তাহে প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম হচ্ছে ‘দূর অজনায়’।

গানটি লিখেছেন অমিত কর্মকার এবং সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘হাবিব ভাইয়ের সুরে প্রথম গান গাইলাম। এক কথায় মুগ্ধ হওয়ার মতোই একটি সুর করেছেন তিনি। শুধু এটুকুই বলব, একটি অসাধারণ গানের অপেক্ষায় আমার ভক্ত শ্রোতাদের বেশি দিন রাখব না।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান

সংসারের ব্যস্ততা শেষে গানে নিয়মিত হচ্ছেন সালমা

আপডেট টাইম : ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯

বাঙ্গালী কণ্ঠ ডেস্কঃ বিয়ে, সন্তান- এসব কারণে নতুন গান তৈরি থেকে কিছুদিন দূরে ছিলেন সঙ্গীতশিল্পী সালমা। এর মধ্যে আবারও দেশে থাকবেন কি না সেটা নিয়েও ছিল গুঞ্জন।

দ্বিতীয় বিয়ে করার পর স্বামীর কর্মস্থল লন্ডনেই বসবাস করার কথা জানিয়েছিলেন এ সঙ্গীতশিল্পী। পাশাপাশি সেখানে ব্যারিস্টারি পড়বেন বলেও জানান সালমা। এসব কারণে গান ছেড়ে দিচ্ছেন সালমা- এমন খবরে সয়লাব হয়ে গিয়েছিল মিডিয়া। তবে শেষ পর্যন্ত সালমা জানিয়েছেন, এসব গুজব। মোটেও গান ছাড়ছেন না তিনি।

যেখানেই থাকুন দেশে নিয়মিত গান প্রকাশ হবে তার। এরই মধ্যে সে প্রস্তুতিও নিয়েছেন। একটি গান প্রকাশও হয়েছে। সালমা বলেন, ‘আমি জানি না কে বা কারা, কী উদ্দেশ্যে আমাকে নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছেন। সবার উদ্দেশে বিনীতভাবে জানিয়ে রাখছি, আমি এখন দেশেই আছি এবং দেশেই থাকব নিয়মিত।

এটা সত্যি, ব্যক্তিগত কাজে আমি কিছুদিন দেশের বাইরে ছিলাম। কিন্তু তার মানে এই নয় যে, আমি দেশের বাইরেই স্থায়ী হয়েছি এবং গান ছেড়ে দিয়েছি। গান আমার আত্মার খোরাক, গান আমার জীবন, আমার বেঁচে থাকার অবলম্বন। তাই গান ছাড়ার তো প্রশ্নই আসে না।’ এদিকে ১ সেপ্টেম্বর জন্ম নেয়া দ্বিতীয় কন্যা সাফিয়াকে নিয়েও ব্যস্ত সময় পার করছেন সালমা। এছাড়া গেল সপ্তাহে প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের শিরোনাম হচ্ছে ‘দূর অজনায়’।

গানটি লিখেছেন অমিত কর্মকার এবং সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘হাবিব ভাইয়ের সুরে প্রথম গান গাইলাম। এক কথায় মুগ্ধ হওয়ার মতোই একটি সুর করেছেন তিনি। শুধু এটুকুই বলব, একটি অসাধারণ গানের অপেক্ষায় আমার ভক্ত শ্রোতাদের বেশি দিন রাখব না।’