ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান ১০০ রানের লিড হলেই চলবে দক্ষিণ আফ্রিকার লেবানন থেকে দেশে ফিরেছেন ৫৪ বাংলাদেশি মৃত্যুর পর মরদেহ কী হবে, বলে গেছেন মনি কিশোর দুর্নীতি দমাতে ডিজিটাইজেশনে গুরুত্ব প্রধান উপদেষ্টার হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা ‘মীমাংসিত’ ইস্যু, নয়া বিতর্ক সৃষ্টি আর নয় : প্রেসিডেন্ট বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন : রাষ্ট্রপতিকে হাসনাত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে মতিউর রহমান চৌধুরীকে যা বলেছেন রাষ্ট্রপতি জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিল জাতীয় পার্টি, দাবি জিএম কাদেরের

অতঃপর চলচ্চিত্রে মানসী

বাঙালী কন্ঠ ডেস্কঃ ভারতসুন্দরী’ থেকে বিশ্বসুন্দরী। এক এক করে বেশ কয়েকটি স্বপ্নই পূরণ হলো মানসী চিলস্নারের। কিন্তু ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হওয়ার পর থেকে আরও একটি স্বপ্ন দেখতেন তিনি। একটু দেরিতে হলেও অবশেষে সে স্বপ্ন পূরণ হলো ২০১৭ সালের এই বিশ্বসুন্দরীর। অচিরেই তিনি নাম লেখাচ্ছেন বলিউডের খাতায়। তাও আবার রাজকুমারীর ভূমিকায়। যশ রাজের ব্যানারের এই ছবির নাম রাখা হয়েছে ‘পৃথ্বীরাজ’। এতে পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার। চন্দ্রপ্রকাশ দ্বিভেদী পরিচালিত এই ছবিটি তৈরি হচ্ছে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। এর জন্য অবশ্য কম পরিশ্রম করতে হচ্ছে না মানুসীকে। এ বিষয়ে চন্দ্রপ্রকাশ জানান, ‘মানসী এই চরিত্রটির জন্য বহুবার অডিশন দিয়েছিলেন। আমরা এই  কাস্টিংয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে চেয়েছিলাম। প্রতিবার ও কোনও না কোনও ভুল করত। তবুও সবশেষে ও সকলেরই মন জয় করে। আমরা ওকে ফাইনাল করি। চরিত্রের জন্য পুরোপুরি তৈরি হতে গত ন’মাস ধরে সপ্তাহে চারদিন মহড়া দিচ্ছেন মানসী।’
প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় নিয়ে সাবেক এই মিস ওয়ার্ল্ড জানান, ‘সবকিছু আমার কাছে এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। যশ রাজ ফিল্মসের মতো প্রোডাকশন হাউসের নায়িকা হিসেবে নির্বাচিত হওয়া আমার কাছে বড়ই সম্মানের। ডেবিউতে এত ভালো একটা প্রকল্প পেয়ে আমি সত্যিই খুশি।’
নিজের চরিত্র নিয়েও প্রশংসার সুর মানসীর গলায়। বলেন, ‘রাজকুমারী সংযুক্তা খুব দৃঢ় একটা চরিত্র। সবসময় সত্যের জন্য তিনি লড়েছেন। ভারতীয় ইতিহাসে তার ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। সংযুক্তা অত্যন্ত শক্তিশালী চরিত্র ছিলেন, যা ঠিক মনে করেছেন সব সময় তার পক্ষে দাঁড়িয়েছেন, নিজের জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিজে নিয়েছিলেন। তার জীবন ভারতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, তিনি চেষ্টা করবেন তাঁর জীবন যতটা সম্ভব বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে।’
জানা গেছে, কয়েকদিনের মধ্যেই ছবিটির কাজ শুরু হবে। আর এটি মুক্তি পাবে আগামী বছরের আগামী দীপাবলীতে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাম রাজনীতি থেকে ‘অগ্নিকন্যা’, নৌকায় উঠে ক্ষমতায়, আ. লীগের দুঃসময়ে প্রস্থান

অতঃপর চলচ্চিত্রে মানসী

আপডেট টাইম : ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯

বাঙালী কন্ঠ ডেস্কঃ ভারতসুন্দরী’ থেকে বিশ্বসুন্দরী। এক এক করে বেশ কয়েকটি স্বপ্নই পূরণ হলো মানসী চিলস্নারের। কিন্তু ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হওয়ার পর থেকে আরও একটি স্বপ্ন দেখতেন তিনি। একটু দেরিতে হলেও অবশেষে সে স্বপ্ন পূরণ হলো ২০১৭ সালের এই বিশ্বসুন্দরীর। অচিরেই তিনি নাম লেখাচ্ছেন বলিউডের খাতায়। তাও আবার রাজকুমারীর ভূমিকায়। যশ রাজের ব্যানারের এই ছবির নাম রাখা হয়েছে ‘পৃথ্বীরাজ’। এতে পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয় কুমার। চন্দ্রপ্রকাশ দ্বিভেদী পরিচালিত এই ছবিটি তৈরি হচ্ছে ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। এর জন্য অবশ্য কম পরিশ্রম করতে হচ্ছে না মানুসীকে। এ বিষয়ে চন্দ্রপ্রকাশ জানান, ‘মানসী এই চরিত্রটির জন্য বহুবার অডিশন দিয়েছিলেন। আমরা এই  কাস্টিংয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে চেয়েছিলাম। প্রতিবার ও কোনও না কোনও ভুল করত। তবুও সবশেষে ও সকলেরই মন জয় করে। আমরা ওকে ফাইনাল করি। চরিত্রের জন্য পুরোপুরি তৈরি হতে গত ন’মাস ধরে সপ্তাহে চারদিন মহড়া দিচ্ছেন মানসী।’
প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় নিয়ে সাবেক এই মিস ওয়ার্ল্ড জানান, ‘সবকিছু আমার কাছে এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। যশ রাজ ফিল্মসের মতো প্রোডাকশন হাউসের নায়িকা হিসেবে নির্বাচিত হওয়া আমার কাছে বড়ই সম্মানের। ডেবিউতে এত ভালো একটা প্রকল্প পেয়ে আমি সত্যিই খুশি।’
নিজের চরিত্র নিয়েও প্রশংসার সুর মানসীর গলায়। বলেন, ‘রাজকুমারী সংযুক্তা খুব দৃঢ় একটা চরিত্র। সবসময় সত্যের জন্য তিনি লড়েছেন। ভারতীয় ইতিহাসে তার ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। সংযুক্তা অত্যন্ত শক্তিশালী চরিত্র ছিলেন, যা ঠিক মনে করেছেন সব সময় তার পক্ষে দাঁড়িয়েছেন, নিজের জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিজে নিয়েছিলেন। তার জীবন ভারতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, তিনি চেষ্টা করবেন তাঁর জীবন যতটা সম্ভব বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে।’
জানা গেছে, কয়েকদিনের মধ্যেই ছবিটির কাজ শুরু হবে। আর এটি মুক্তি পাবে আগামী বছরের আগামী দীপাবলীতে।