স্থানীয় রাজাকারদের বিচার দাবিতে ঝিনাইদহে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধারা এ বিক্ষোভ ও মানববন্ধন করে। এতে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়। তারা স্থানীয় রাজাকারদের নাম উল্লেখ করে বিচার দাবি করেছে। এছাড়া তালিকাতে যে সব ভুয়া মুক্তিযোদ্ধার নাম রয়েছে তাদের বাতিলের দাবি জানিয়েছে। এসব দাবির মধ্যে শৈলকুপার জেডএম আখতারুজ্জামান, মকসেদ আলী, আবু বক্কর, আকবর আলী, হারেজ আরী, চাঁদ আলী, ফজলে ইলাহী, নজরুল ইসলাম, সিরাজ প্রিন্সিপাল এর নাম রয়েছে।
মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা আবাইপুর সহ বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধা হত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত। তাদের বিচারের আওতায় আনতে হবে, একই সাথে মুক্তিযোদ্ধা তালিকা থেকে তাদের নাম বাতিল করতে হবে। সকল সরকারী সুযোগ-সুবিধা বাতিলের দাবি তুলেছেন। এসময় বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন মালিতা। পরে এক বিক্ষোভ মিছিল এ অংশ নেয় মুক্তিযোদ্ধারা। তারা সবাই ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাতিলের দাবি তুলেছে।