ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সারা গিলবার্ড

ড. গোলসান আরা বেগম 
হে নারী, তুমি একি চমক দেখালে
কেউ কেউ বলে -নারীর মাথায় গিলু কম
বুদ্ধি মেধা নেই,অকর্মার ঠেকি
থু এসব মিথ্যে কথা এক দম।
গিল বার্ড তুমি চুন কালি মেখে করলে প্রমান
নারীও পারে সাঁপের বিঁষ করতে নির্মূল
মরণ জয়ে হাতে তুলতে জয়ের পতাকা
পারে নারী অসাধ্যের পাথরে ফুটাতে ফুল।
মরণঘাতি কোবিড-১৯ এর ভয়ে
বিশ্ববাসি যখন থরথর কাঁপছিলো
চোখে মুখে দেখছিলো অন্ধকার
বিশ্ব বোঝাই মানুষ কি করছিলো?
পারলে না কেন কোবিড মোকাবেলায়
ভ্যাকসিন আবিস্কার করতে
নারীর মাথায় সবাই ছড়ি ঘুরায়
এই সেই করতে, দেয় না নড়তে।
হে নারী বিদ্বেষিরা-মুখ সোজা করে দাঁড়াও
গিল বার্ডের পা ধুয়াও
ফুলে ফুলে জানাও শুভেচ্ছা
নারীও পারে, মেনে নাও, স্বীকৃতি দাও।
বেগম রোকেয়া,প্রীতালতা, গিলবার্ডের মত
সভ্যতার বিনির্মানে রয়েছে  বহু নারীর কৃর্তি
রেখে গেছে জীবন দিয়ে অমূল্য অবদান
ইতিহাস দেয় নাই তার কাম্য স্বীকৃতি।
কবি নজরুল,রাজা রামমোহন রায়
নারীকে মুল্যায়ন না করলে
আঁচলে চোখ মুছে, বিড়ালের মত
আজো রয়ে যেতো চৌকাঠের আড়ালে।
সারা গিলবার্ড সেলুট তোমায
তোমার নরম হাতের ভ্যাকসিন আবিস্কার
করোনাকে করবে বিদায়
নতুন ভাবে বিশ্ববাসি জেগে ওঠবে আবার।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সারা গিলবার্ড

আপডেট টাইম : ০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
ড. গোলসান আরা বেগম 
হে নারী, তুমি একি চমক দেখালে
কেউ কেউ বলে -নারীর মাথায় গিলু কম
বুদ্ধি মেধা নেই,অকর্মার ঠেকি
থু এসব মিথ্যে কথা এক দম।
গিল বার্ড তুমি চুন কালি মেখে করলে প্রমান
নারীও পারে সাঁপের বিঁষ করতে নির্মূল
মরণ জয়ে হাতে তুলতে জয়ের পতাকা
পারে নারী অসাধ্যের পাথরে ফুটাতে ফুল।
মরণঘাতি কোবিড-১৯ এর ভয়ে
বিশ্ববাসি যখন থরথর কাঁপছিলো
চোখে মুখে দেখছিলো অন্ধকার
বিশ্ব বোঝাই মানুষ কি করছিলো?
পারলে না কেন কোবিড মোকাবেলায়
ভ্যাকসিন আবিস্কার করতে
নারীর মাথায় সবাই ছড়ি ঘুরায়
এই সেই করতে, দেয় না নড়তে।
হে নারী বিদ্বেষিরা-মুখ সোজা করে দাঁড়াও
গিল বার্ডের পা ধুয়াও
ফুলে ফুলে জানাও শুভেচ্ছা
নারীও পারে, মেনে নাও, স্বীকৃতি দাও।
বেগম রোকেয়া,প্রীতালতা, গিলবার্ডের মত
সভ্যতার বিনির্মানে রয়েছে  বহু নারীর কৃর্তি
রেখে গেছে জীবন দিয়ে অমূল্য অবদান
ইতিহাস দেয় নাই তার কাম্য স্বীকৃতি।
কবি নজরুল,রাজা রামমোহন রায়
নারীকে মুল্যায়ন না করলে
আঁচলে চোখ মুছে, বিড়ালের মত
আজো রয়ে যেতো চৌকাঠের আড়ালে।
সারা গিলবার্ড সেলুট তোমায
তোমার নরম হাতের ভ্যাকসিন আবিস্কার
করোনাকে করবে বিদায়
নতুন ভাবে বিশ্ববাসি জেগে ওঠবে আবার।