বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঠিক যেন একদম রাজার মতোই বাচ্চাকাচ্চা নিয়ে নগর পরিদর্শনে বেড়িয়েছেন পশুরাজ সিংহ। না কোনো রূপকথার গল্প নয়, বাস্তবেই দুই শাবকসহ পাঁচ সিংহের শহরের রাস্তায় হেঁটে বেড়ানোর দৃশ্য ভাইরাল হয়েছে।
গুজরাতের আমরেলির পিপাভাও বন্দরে এই ঘটনা ঘটে বলে টাইমস নাও বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
ওল্ড বোম্বে নামে এক টুইটার পেজে প্রথম ওই ভিডিও আপলোড করা হয়। এরপর তা ভাইরাল হয়।
এদিকে, বন ছেড়ে লোকালয়ে সিংহের দলকে ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বন্দরের কর্মীরা।
তবে রাতের বেলা খুব বেশি জন সামগম সেখানে ছিল না। পরে নিকটস্থ বনবিভাগে খবর দেওয়া হয়। ওই সিংহের দল খাবারের খোঁজে শহরে ঢুকে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০১৯ সালে ভারতের জুনাগড়ে রাতের বেলায় লোকালয়ে ঢুকে পড়েছিল একদল সিংহ। জঙ্গলের প্রাণীরা সাধারণত মানুষের সংস্পর্শ এড়িয়েই চলে। তবে সম্প্রতি বণ্য প্রাণীদের এভাবে লোকালয়ে ঢুকে পড়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে খাদ্য সংকটেই আচরণগত পরিবর্তন ঘটছে এসব প্রাণীর।