বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভারতের একটি রাজ্যে পালিয়ে আসা যুগলদের ধুমধাম করে আয়োজন করে বিয়ে দেওয়া হয়! সেখানে ভাড়া পাওয়া যায় বিয়ের সাজ, গহনা। সুযোগ থাকে ছবি তোলার। শুধু তাই নয়, আইনজীবীর মাধ্যমে সার্টিফিকেটও পাওয়া যায়।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে আনন্দবাজার জানিয়েছে, হরিয়ানায় মাতা মনসা দেবী মন্দিরের রাস্তার সামনে তৈরি হয়েছে একাধিক দোকান। তাদের কাজ পালিয়ে বিয়ে করতে আসা যুগলদের বিয়ের আয়োজন করে দেওয়া।
খরচ সামান্যই। ৫ হাজার ১০০ টাকা থেকে ১৬ হাজার টাকার প্যাকেজ নিতে পারেন যে কেউ। খরচ কম, কারণ এই দোকানগুলোতে তৈরিই থাকে বিয়ের সামগ্রী।
যার যখন যেমন প্রয়োজন, তখন তেমন ব্যবহারে কাজে লাগানো। ছবি তুলে তারপর ফেরত দিলেই হল। তারপর সোজা মন্দির। সেখানে আশির্বাদ গ্রহণ করে নতুন জীবনের পথে পা বাড়াতে পারবেন নবদম্পতি।