বাঙালী কণ্ঠ নিউজঃ খুলনার জেলখানা ঘাটের রূপসা নদীর খেয়া পার হলেই শেখপুরা বাজার ঘাট। সেখান থেকেই বাস ধরে যেতে হবে তেরখাদা উপজেলার ইখড়িকাটেংগা বাজার।
এই বাজার থেকে ভ্যান নিয়ে দেড় কিলোমিটার যেতেই দেখা মিলবে ভূতিয়ার বিল।
পথের দুই পাশে প্রথম দর্শনেই ছিমছাম মনোরম পরিবেশের ভূতিয়ার বিলটি মন কেড়ে নেবে। জুলাই মাসের শেষের দিকে গেলে চোখে পড়ে দিগন্ত ছোঁয়া পদ্ম ফুল।
এ বিল বেশ কয়েকটা গ্রামের শত শত পরিবারের আয়ের উৎস। বিল থেকে কেউ মাছ ধরে, কেউ এই বিল থেকে শামুক সংগ্রহ করে, গবাদিপশুর জন্য কেউ ঘাস কাটে, আবার কেউ পদ্ম ফুল সংগ্রহ করে বিক্রি করে বাজারে।
বিলের মধ্যে দেখা যাবে ছোট ছোট গ্রাম। গ্রামবাসী যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করে।
ভূতিয়ার বিলকে আরও কাছ থেকে দেখতে গেলে নৌকায় চড়তে হবে। চাইলেই নৌকা পাওয়াটা এখানে একটু কষ্টকর।
গ্রামের কাউকে যদি বুঝিয়ে বলা যায়, তবে তিনি দর্শনার্থীদের নৌকায় করে ঘোরাতে পারেন।
আমরা পেয়ে গেলাম সেখানকার এক গ্রামের ওমর ফারুককে। ফারুকের নৌকায় দুলতে দুলতে ক্যামেরাবন্দী করে নিলাম ভূতিয়ার বিল।