ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মশা তাড়াবে গাছ

মশার জ্বালায় অস্থির হয়ে উঠছেন? একে তো মশার কামড়টাই বিরক্তিকর, তারপর আবার ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগ। বর্তমানে এসবের সঙ্গে যোগ হয়েছে জিকা ভাইরাস। এজন্য মশা তাড়াতে কত কিছুই তো ব্যবহার করেন। কিন্তু কখনো কি গাছের কথা শুনেছেন? সত্যিই এক আজব গাছ আবিস্কার করেছেন মার্কিন বিজ্ঞানীরা। গাছটির নাম সাইট্রনেলা। খুব সহজেই গাছটি বাড়ির বারান্দায় অথবা ব্যালকনিতে লাগাতে পারেন। এবং বেঁচেও থাকে অনেকদিন। এই গাছটি থেকে একধরণের সুগন্ধি বের হয়, যা মশাদের একেবারে অপছন্দ। আর এই গন্ধ পেলেই মশারা এই গাছের ত্রিসীমানায় ঘেষতে চায় না। গাছটি খরা প্রতিরোধেও কাজে আসে। এই ধরনের মাত্র ৬-৭টি গাছ, এক একর জায়গাকে মশা মুক্ত রাখতে পারে। সুতরাং মশার জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে আছেন তারা দু’তিনটি সাইট্রনেলা গাছ বাড়ির চারদিকে কিংবা ফ্ল্যাটের ব্যালকনিতে লাগিয়ে দেখতে পারেন কাজ হয় কি না। তবে, মুশকিলও রয়েছে। কারণ, এই গাছ আমাদের দেশে এখনই পাওয়ার কোন উপায় নেই। এজন্য আপনাকে অপেক্ষা করতেই হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মশা তাড়াবে গাছ

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০১৬

মশার জ্বালায় অস্থির হয়ে উঠছেন? একে তো মশার কামড়টাই বিরক্তিকর, তারপর আবার ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর রোগ। বর্তমানে এসবের সঙ্গে যোগ হয়েছে জিকা ভাইরাস। এজন্য মশা তাড়াতে কত কিছুই তো ব্যবহার করেন। কিন্তু কখনো কি গাছের কথা শুনেছেন? সত্যিই এক আজব গাছ আবিস্কার করেছেন মার্কিন বিজ্ঞানীরা। গাছটির নাম সাইট্রনেলা। খুব সহজেই গাছটি বাড়ির বারান্দায় অথবা ব্যালকনিতে লাগাতে পারেন। এবং বেঁচেও থাকে অনেকদিন। এই গাছটি থেকে একধরণের সুগন্ধি বের হয়, যা মশাদের একেবারে অপছন্দ। আর এই গন্ধ পেলেই মশারা এই গাছের ত্রিসীমানায় ঘেষতে চায় না। গাছটি খরা প্রতিরোধেও কাজে আসে। এই ধরনের মাত্র ৬-৭টি গাছ, এক একর জায়গাকে মশা মুক্ত রাখতে পারে। সুতরাং মশার জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে আছেন তারা দু’তিনটি সাইট্রনেলা গাছ বাড়ির চারদিকে কিংবা ফ্ল্যাটের ব্যালকনিতে লাগিয়ে দেখতে পারেন কাজ হয় কি না। তবে, মুশকিলও রয়েছে। কারণ, এই গাছ আমাদের দেশে এখনই পাওয়ার কোন উপায় নেই। এজন্য আপনাকে অপেক্ষা করতেই হবে।