ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি যে কারণে চাকরি ছাড়লেন শহিদ আবু সাঈদের ২ ভাই আইন উপদেষ্টাকে হেনস্তা জেনেভা মিশনের শ্রম কাউন্সেলরকে ‘স্ট্যান্ড রিলিজ ট্রাম্পের নতুন ‘সীমান্ত জার’ অভিবাসীদের বিরুদ্ধে কতটা কঠোর হবেন জাবিতে পাখি সুরক্ষায় ছাত্রদলের ভিন্নধর্মী উদ্যোগ যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন যারা প্রাথমিকে শিক্ষার্থীদের খাবার কর্মসূচি চালু করা হবে : উপদেষ্টা উপদেষ্টা ফারুকী-বশিরকে নিয়ে বিতর্ক, যা বললেন মাহফুজ আলম নেতাকর্মীদের রেখে স্বার্থপরের মত পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

চট্টগ্রামে বাড়ছে পেঁয়াজের দাম

বাঙালী কণ্ঠ নিউজঃ  পেঁয়াজের দামে দীর্ঘদিন স্থিতিশীলতা থাকলেও গত তিন দিন ধরে বেড়েছে অত্যাবশ্যকীয় এ পণ্যটির দাম।

গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকায়।

চট্টগ্রামের বৃহত্তম কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাহজাহান শাকিল বাঙালী কণ্ঠকে বলেন, পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ।

হঠাৎ করে বেশি দাম কেন- জানতে চাইলে শাকিল বলেন, কিছুদিন আগের জলাবদ্ধতায় খাতুনগঞ্জের মজুদ কাঁচাপণ্যের ক্ষতি হয়েছে। সেটার কারণে দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

শাহজাহান শাকিলের দোকানে পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৬ টাকা। তবে ভালো মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

বাজার ঘুরে দেশি পেঁয়াজের খুব একটা চোখে পড়েনি। প্রায় সব পেঁয়াজ ব্যবসায়ীরাই ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন।

অন্যদিকে বৃষ্টির বিরতিতে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম। কিছুটা স্বস্তি দিচ্ছে কাঁচামরিচ।

গত সপ্তাহে কাঁচামরিচ মানভেদে ৯০ থেকে ১৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

সবজির মধ্যে বেগুন বিক্রি হচ্ছে আগের দাম ৬০ টাকায়, বরবটিও বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। গত সপ্তাহে বরবটি বিক্রি হয়েছিল ৭০ টাকায়, এ সপ্তাহেও সেটি একই দামে বিক্রি হচ্ছে।

হেরফের হয়নি পটল, ঢেড়শ, চিচিঙ্গা ও ঝিঙের দামেও।

গত সপ্তাহের মতই ঢেড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় ও ঝিঙে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি পণ্যে অস্থিরতা থাকলেও স্বস্তি দিচ্ছে মাছ ও মাংসের বাজার।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১৫০ টাকায়, সোনালী মুরগি পাওয়া যাচ্ছে বরাবরের মত একই দামে ২২০ টাকায়; দেশি মুরগি মিলছে ৩৫০ টাকা কেজিতে।

এছাড়াও মাছের বাজারে লইট্টা ৮০ থেকে ১০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ কেজিতে ৪০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা ও রুই ২২০ টাকায় পাওয়া যাচ্ছে।

অন্যদিকে গরুর মাংসের দামে কোনো হেরফের হয়নি। হাঁড়ছাড়া প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকা ও হাঁড়সহ পাওয়া যাচ্ছে ৫০০ টাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি

চট্টগ্রামে বাড়ছে পেঁয়াজের দাম

আপডেট টাইম : ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  পেঁয়াজের দামে দীর্ঘদিন স্থিতিশীলতা থাকলেও গত তিন দিন ধরে বেড়েছে অত্যাবশ্যকীয় এ পণ্যটির দাম।

গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৪০ টাকায়।

চট্টগ্রামের বৃহত্তম কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাহজাহান শাকিল বাঙালী কণ্ঠকে বলেন, পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে বেশি দামে কিনতে হচ্ছে পেঁয়াজ।

হঠাৎ করে বেশি দাম কেন- জানতে চাইলে শাকিল বলেন, কিছুদিন আগের জলাবদ্ধতায় খাতুনগঞ্জের মজুদ কাঁচাপণ্যের ক্ষতি হয়েছে। সেটার কারণে দাম বাড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

শাহজাহান শাকিলের দোকানে পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৩৬ টাকা। তবে ভালো মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

বাজার ঘুরে দেশি পেঁয়াজের খুব একটা চোখে পড়েনি। প্রায় সব পেঁয়াজ ব্যবসায়ীরাই ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন।

অন্যদিকে বৃষ্টির বিরতিতে সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম। কিছুটা স্বস্তি দিচ্ছে কাঁচামরিচ।

গত সপ্তাহে কাঁচামরিচ মানভেদে ৯০ থেকে ১৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

সবজির মধ্যে বেগুন বিক্রি হচ্ছে আগের দাম ৬০ টাকায়, বরবটিও বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। গত সপ্তাহে বরবটি বিক্রি হয়েছিল ৭০ টাকায়, এ সপ্তাহেও সেটি একই দামে বিক্রি হচ্ছে।

হেরফের হয়নি পটল, ঢেড়শ, চিচিঙ্গা ও ঝিঙের দামেও।

গত সপ্তাহের মতই ঢেড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় ও ঝিঙে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি পণ্যে অস্থিরতা থাকলেও স্বস্তি দিচ্ছে মাছ ও মাংসের বাজার।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ১৫০ টাকায়, সোনালী মুরগি পাওয়া যাচ্ছে বরাবরের মত একই দামে ২২০ টাকায়; দেশি মুরগি মিলছে ৩৫০ টাকা কেজিতে।

এছাড়াও মাছের বাজারে লইট্টা ৮০ থেকে ১০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ কেজিতে ৪০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা ও রুই ২২০ টাকায় পাওয়া যাচ্ছে।

অন্যদিকে গরুর মাংসের দামে কোনো হেরফের হয়নি। হাঁড়ছাড়া প্রতিকেজি গরুর মাংস ৬০০ টাকা ও হাঁড়সহ পাওয়া যাচ্ছে ৫০০ টাকায়।