ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পল্লী সঞ্চয় ব্যাংকের যাত্রা শুরু

১০০ উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে ব্যাংকটির যাত্রা শুরু হলো।

বুধবার রাজধানীতে সরকারি বাসভবন গণভবন থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এটি ক্ষুদ্র ঋণের মডেল হিসাবে দাঁড়াবে।

দেশের দারিদ্র্য বিমোচনে পল্লী সঞ্চয় ব্যাংকে গ্রামের নারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ভাতার ওপর কেউ যেন নির্ভর না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য নানা চিন্তা করে আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি, যার ফল আমরা এরই মধ্যে পেতে শুরু করেছি। দেশের দারিদ্র্য হ্রাস পেতে শুরু করেছে।মানুষ যাতে আর ঋণের জালে আজীবন আটকে না থাকে সে দিক লক্ষ্য করেই একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন। দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে মানুষকে বের আনতে হবে আর এ জন্য আমাদেরকে প্রতি ইঞ্চি জমি ব্যবহার করতে হবে। আমরা একটি বিরাট পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ দারিদ্র্যের কষাঘাত থেকে বের হয়ে আসতে শুরু করেছে।

শেখ হাসিনা বলেন, আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর। গ্রাম বাঁচলে দেশ বাঁচবে-আমরা এটাই মনে করি। আমাদের অর্থনীতির মূল শক্তি হচ্ছে গ্রামীণ অর্থনীতি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

পল্লী সঞ্চয় ব্যাংকের যাত্রা শুরু

আপডেট টাইম : ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০১৬

১০০ উপজেলায় পল্লী সঞ্চয় ব্যাংকের ১০০টি শাখার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে ব্যাংকটির যাত্রা শুরু হলো।

বুধবার রাজধানীতে সরকারি বাসভবন গণভবন থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে বহু লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এটি ক্ষুদ্র ঋণের মডেল হিসাবে দাঁড়াবে।

দেশের দারিদ্র্য বিমোচনে পল্লী সঞ্চয় ব্যাংকে গ্রামের নারীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ভাতার ওপর কেউ যেন নির্ভর না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য নানা চিন্তা করে আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি, যার ফল আমরা এরই মধ্যে পেতে শুরু করেছি। দেশের দারিদ্র্য হ্রাস পেতে শুরু করেছে।মানুষ যাতে আর ঋণের জালে আজীবন আটকে না থাকে সে দিক লক্ষ্য করেই একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন। দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে মানুষকে বের আনতে হবে আর এ জন্য আমাদেরকে প্রতি ইঞ্চি জমি ব্যবহার করতে হবে। আমরা একটি বিরাট পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ দারিদ্র্যের কষাঘাত থেকে বের হয়ে আসতে শুরু করেছে।

শেখ হাসিনা বলেন, আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর। গ্রাম বাঁচলে দেশ বাঁচবে-আমরা এটাই মনে করি। আমাদের অর্থনীতির মূল শক্তি হচ্ছে গ্রামীণ অর্থনীতি।