মুনাফার ওপর প্রতি অর্থবছরে যে বোনাস সুবিধা দেওয়া হয়, তা এবার কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক জামালউদ্দিন আহমেদ বলেন, বোনাস চারটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও নিরীক্ষকদের পরামর্শে রিজার্ভের চুরি হওয়া অর্থকে আলাদা হিসেবে দেখানো হয়েছে। এসব রেখেই আর্থিক বিবরণী অনুমোদন পেয়েছে।
জানা গেছে, প্রতি অর্থবছরের হিসাব চূড়ান্ত হওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ বোনাস সুবিধা দেওয়া হয়। ২০১৪-১৫ অর্থবছরের হিসাবে মূল বেতনের পাঁচ গুণ বোনাস দেওয়া হয়। তবে গতকালের পর্ষদ সভায় ২০১৫-১৬ অর্থবছরের হিসাবে বোনাস কমিয়ে মূল বেতনের চার গুণ করার পাশাপাশি মূল বেতনও ধরা হয়েছে আগের কাঠামো অনুযায়ী।