বাঙালী কণ্ঠ ডেস্কঃ পড়াশোনার পাশাপাশি নিজের গুণগত মান আরেকটু বাড়িয়ে তুলতে, অন্যদের চেয়ে চাকরির দৌড়ে খানিকটা হলেও এগিয়ে থাকতে, এমনকি শুধু নিছক কৌতূহল থেকেও অনেকে শিখতে চান ভিনদেশি নানা ভাষা। আর এ ভাষার দৌড়ে বর্তমান যুগে এগিয়ে আছে ফ্রেঞ্চ, চাইনিজ আর স্প্যানিশ ভাষা। কিন্তু ভাষা শেখার পুরোটা ইচ্ছে থাকলেও অনেকে কোথায় যাবেন, ঠিক বুঝতে পারেন না। অনেকের ভেতরে দ্বিধা থাকে জায়গাটির গুণগত মান সম্পর্কে। এমনকি মাঝে মাঝে খরচ কেমন হবে বা নিজের সময়ের সঙ্গে মিলবে কিনা, ভেবেও অনেকে পিছিয়ে যান ভাষা শিখতে এসে।
আর আজ তাদের জন্যই আমাদের এ আয়োজন। ঢাকায় ফ্রেঞ্চ, চাইনিজ আর স্প্যানিশ ভাষা শিখতে আগ্রহীদের জন্য এখানে দেয়া হলো ঢাকায় এ ভাষাগুলোর ওপর যথেষ্ট ভালো শিক্ষা দেয়া কিছু প্রতিষ্ঠান, তাদের কার্যক্রম, এর খরচ ও সময়সীমার বিবরণ।
ফ্রেঞ্চ
অন্য ভাষা শেখার ক্ষেত্রে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ফ্রেঞ্চ ভাষা। আর চাহিদার ভিত্তিতে তাই ঢাকায় বেশ ভালো ফ্রেঞ্চ ভাষা শেখায় এমন প্রতিষ্ঠানও গড়ে উঠেছে অনেক। ঢাকায় ফ্রেঞ্চ শেখায় এমন কিছু প্রতিষ্ঠানের নাম নিচে দেয়া হলোÑ
১. আইএমএল বা ইন্সটিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এ আধুনিক ভাষা শিক্ষা প্রতিষ্ঠানটি ফ্রেঞ্চ ছাড়াও আরও অনেক ভাষার ওপর ছোট-বড় সব ধরনের কোর্স করিয়ে থাকে। সাধারণত এখানে ফ্রেঞ্চ ভাষার ক্ষেত্রে রয়েছে চারটি ধাপ। সেগুলো হলোÑ
* জুনিয়র কোর্স
* সিনিয়র কোর্স
* ডিপ্লোমা কোর্স
* হায়ার ডিপ্লোমা কোর্স :
নির্দিষ্ট সময় পর পর এ কোর্সগুলোতে ভর্তির জন্য বিজ্ঞাপন দেয়া হয়। একেকটা কোর্স থেকে ভালো ফলের ওপরই নির্ভর করে অন্য কোর্সে যাওয়া। সাধারণত এ কোর্সগুলোর মেয়াদ ১ বছর হয়ে থাকে। জুনিয়র কোর্সের খরচ ৩ হাজার টাকা।
তবে আইএমএল এ ফ্রেঞ্চ ভাষার ওপর কিছু স্বল্পমেয়াদি কোর্স ও করানো হয়। এর খরচ ৭ হাজার থেকে শুরু করে ১৫ হাজার বা এর বেশিও হয়। এ কোর্সগুলোর মেয়াদ হয় সাধারণত ৬০ ঘণ্টা বা ৩ মাস। এক্ষেত্রে প্রতি সপ্তাহে তিন দিন ক্লাস হয়।
২. আলিয়াঁস ফ্রঁসেজ : বাংলাদেশে ফরাসি ভাষা ও সংস্কৃতিকে বিকশিত করার জন্য প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির রয়েছে শুধু ফ্রেঞ্চ ভাষার ওপর কিছু কোর্স। আর এগুলো মোট চার ভাগে বিভক্ত।
* বিগিনার্স লেভেল- এ ওয়ান
* ইন্টারমিডিয়েন্ট লেভেল- এ টু
* ইনডিপেনডেট লেভেল- বি ওয়ান
* অ্যাডভান্সড লেভেল- বি টু
শুরুটা হয় বিগিনার্স বা এ ওয়ান লেভেল থেকে। কোর্সগুলো হয় সেমিস্টারভিত্তিক। প্রতি মাসে একটি সেমিস্টার ও প্রতি সেমিস্টারে দুইটি পরীক্ষা থাকে। একটি মিড আর অন্যটি ফাইনাল। এই পরীক্ষাগুলোয় পাস করলেই পরের সেমিস্টারে ওঠা যায়। প্রতি সপ্তাহে ২ ঘন্টাব্যাপী ২টি ক্লাস হয়। তবে বিশেষ বিবেচনায় ৪ ঘণ্টাব্যাপী ১ দিন ক্লাস করা যায়।
এখানে বছরে চারবার শিক্ষার্থী ভর্তি করা হয়। সময়গুলো হলোÑ জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর।
৩. ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব : ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব বিভিন্ন দেশের ভাষার ওপর প্রফেশনাল ও সার্টিফিকেট কোর্স করিয়ে থাকে। আর এর মধ্যে অন্যতম ভাষা হল ফ্রেঞ্চ। এর ওপর প্রফেশনাল কোর্স করিয়ে থাকে ক্লাবটি। এর মেয়াদ ও খরচসহ যাবতীয় তথ্য নিচে দেয়া হলোÑ
সময়Ñ তিন মাস। প্রতি সপ্তাহে ২ দিন।
খরচÑ ১৫০০০ টাকা।
চাইনিজ ও স্প্যানিশ ভাষা
ঢাকায় স্বনামধন্য দুইটি প্রতিষ্ঠান চাইনিজ ও স্প্যানিশ ভাষার ওপর কোর্স করিয়ে থাকে। সেগুলো হলোÑ
১. আইএমএল বা ইন্সটিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ : ফ্রেঞ্চের মতোই জুনিয়র, সিনিয়র, ডিপ্লোমা ও হায়ার ডিপ্লোমার মতো এক বছরের কোর্স রয়েছে। এখানেও চাইনিজ ও স্প্যানিশ ভাষা শিক্ষার্থীদের জন্য। এছাড়াও রয়েছে ৬০ ঘণ্টাব্যাপী কিছু স্বল্পমেয়াদি কোর্স। এক বছরের কোর্সগুলো করতে সব মিলিয়ে সাধারণত খরচ পড়ে ৩ হাজার।
তবে স্বল্পমেয়াদি কোর্সগুলোর জন্য এ খরচ কিছুটা বেশিই ধরা হয়। এর পুরোটা নির্ভর করে প্রতিষ্ঠানটির ওপর।
২. ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব : ঢাকা ল্যাঙ্গুয়েজ ক্লাব ফ্রেঞ্চের মতোই চাইনিজ ও স্প্যানিশ ভাষা শিখতে আগ্রহীদের জন্য তিন মাসব্যাপী, প্রতি সপ্তাহে দুই দিন করে প্রফেশনাল কোর্সের আয়োজন করেছে। খরচ মাত্র ১৫ হাজার টাকা।
সংবাদ শিরোনাম :
ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
কবরের পাশে দিন-রাত বসে থাকি, ছেলে ফিরে আসে না
সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
কাকে ‘ননসেন্স’ বললেন বুবলী
ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের
সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাসের ব্যাপারে বিশেষ সেল গঠন
জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো
৩১ ডিসেম্বর আসছে জুলাই বিপ্লবের ঘোষণা
মহাখালীতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
ভোটার হওয়ার ন্যূনতম বয়সসীমা প্রধান উপদেষ্টার বক্তব্যে আপত্তি বিএনপি মহাসচিবের
বিদেশি ভাষা শিখবেন যেখানে
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০১৭
- 499
Tag :
জনপ্রিয় সংবাদ