দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পাঁচ বাংলাদেশি ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন।
বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত প্রবাসীরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন।
জানা গেছে, সকালে ওই পাঁচ জন কাজের জন্য আবুধাবি যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি আবুধাবি রোডে সাহামা এলাকায় পৌঁছালে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়