ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকার পাহাড় গড়েছেন তারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সেলিমা রহমান ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, কী ঘটবে শেখ হাসিনার ভাগ্যে ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না জাতিসংঘ অধিবেশন নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে ড. ইউনূসের বৈশ্বিক-আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক জরুরি: বাইডেন ইলিশের দাম কমছে না কেন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে হাতাহাতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

মানবতা বিপন্ন আজ দহন আমার বুকে

বাঙালী কণ্ঠ নিউজঃ অন্ধকার আকাশ আমার

আগুন আমার বুকে
হিংস্র হায়েনার আঁচড়ে ক্ষত শিশুরা আজ
সাগর আমার চোখে।
দিলারা, আয়েশা, ফাতিমা কতই না আরও নাম
শিশুরা আজ পানিতে ডুবে আর রাস্তায় হারায় প্রাণ
ওদের জীবনের আজ নাই কোনো দাম।

২.
ছোট্ট একটি মেয়ে দুনিয়াটা নাই তার চেনা
নাম না জানা, হয়তোবা হাফিজা কিংবা রেহেনা
পিতামাতা নাই তার সাথে, সাবাড় করেছে হায়েনা;
দুই বছরের ভাইটি সাথে নিয়ে ভাসিয়েছে ডিঙি অথই সাগরে,
কুল নাই, কিনারা নাই, গন্তব্য নাই জানা
অভয় দিচ্ছে ছোট্ট ভাইটিকে—ওই দেখা যায় ঠিকানা।


আরেকটি শিশু বয়স হবে চার
দুই বছরের ভাইটি পিঠে তার
গন্তব্য তাদের কল্পনা শুধু, হয়তোবা জুটবে কিছু,
অন্ন নাই, বস্ত্র নাই, নাই কিছু সাথে
হারিয়ে ফেলেছে জন্মদাতা হিংস্র হায়েনার দাঁতে,
অভিভাবক নাই তাদের, নাই পিতামাতা
ত্রাণকর্তা আছেন সাথে, সহায় তাদের বিধাতা।

৪.
ক্ষুধার্ত আরেক অবুঝ শিশু খোঁজে মায়ের দুধ
মানুষ আর জানোয়ারের পার্থক্য নেই যে তার বুঝ
হায়েনার নখের আঁচড়ে নিস্তেজ দেহে পড়ে আছে তার মা
ডাকে সে মাকে—মাগো, কেন আর কথা বলো না।
এই ধর্ম, সেই ধর্ম খুনখারাবির বৃত্তে
চেহারায় মানুষ ওরা জানোয়ার তারা চিত্তে
মানবধর্ম বিপন্ন আজ, বিবেক কাঁদে আজ নিভৃতে।
চারদিকে রক্ত আজ তপ্ত এই নির্মম ধরণি
মা-বোনের রক্তের বন্যা আজ রক্ত নদীর পানি,
মাতাল পৃথিবী আজ আকাশে উড়ছে শুধুই শকুনি।
মানবতা বিপন্ন আজ দহন আমার বুকে
অন্ধকার পৃথিবী আজ সাগর আমার চোখে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

টাকার পাহাড় গড়েছেন তারা

মানবতা বিপন্ন আজ দহন আমার বুকে

আপডেট টাইম : ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ অন্ধকার আকাশ আমার

আগুন আমার বুকে
হিংস্র হায়েনার আঁচড়ে ক্ষত শিশুরা আজ
সাগর আমার চোখে।
দিলারা, আয়েশা, ফাতিমা কতই না আরও নাম
শিশুরা আজ পানিতে ডুবে আর রাস্তায় হারায় প্রাণ
ওদের জীবনের আজ নাই কোনো দাম।

২.
ছোট্ট একটি মেয়ে দুনিয়াটা নাই তার চেনা
নাম না জানা, হয়তোবা হাফিজা কিংবা রেহেনা
পিতামাতা নাই তার সাথে, সাবাড় করেছে হায়েনা;
দুই বছরের ভাইটি সাথে নিয়ে ভাসিয়েছে ডিঙি অথই সাগরে,
কুল নাই, কিনারা নাই, গন্তব্য নাই জানা
অভয় দিচ্ছে ছোট্ট ভাইটিকে—ওই দেখা যায় ঠিকানা।


আরেকটি শিশু বয়স হবে চার
দুই বছরের ভাইটি পিঠে তার
গন্তব্য তাদের কল্পনা শুধু, হয়তোবা জুটবে কিছু,
অন্ন নাই, বস্ত্র নাই, নাই কিছু সাথে
হারিয়ে ফেলেছে জন্মদাতা হিংস্র হায়েনার দাঁতে,
অভিভাবক নাই তাদের, নাই পিতামাতা
ত্রাণকর্তা আছেন সাথে, সহায় তাদের বিধাতা।

৪.
ক্ষুধার্ত আরেক অবুঝ শিশু খোঁজে মায়ের দুধ
মানুষ আর জানোয়ারের পার্থক্য নেই যে তার বুঝ
হায়েনার নখের আঁচড়ে নিস্তেজ দেহে পড়ে আছে তার মা
ডাকে সে মাকে—মাগো, কেন আর কথা বলো না।
এই ধর্ম, সেই ধর্ম খুনখারাবির বৃত্তে
চেহারায় মানুষ ওরা জানোয়ার তারা চিত্তে
মানবধর্ম বিপন্ন আজ, বিবেক কাঁদে আজ নিভৃতে।
চারদিকে রক্ত আজ তপ্ত এই নির্মম ধরণি
মা-বোনের রক্তের বন্যা আজ রক্ত নদীর পানি,
মাতাল পৃথিবী আজ আকাশে উড়ছে শুধুই শকুনি।
মানবতা বিপন্ন আজ দহন আমার বুকে
অন্ধকার পৃথিবী আজ সাগর আমার চোখে।