ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াদ ও দাম্মামে প্রবাসী সেবাকেন্দ্র

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও মদিনায় চালু করা হয়েছে প্রবাসী সেবাকেন্দ্র (ডিজিটাল সেন্টার)। বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও জেদ্দা কনস্যুলেটের পরিচালনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় এই প্রবাসী সেবাকেন্দ্রসমূহ চালু করা হয়।

গত ১৮ অক্টোবর বুধবার রিয়াদে এই সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়। স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী সেবাকেন্দ্রের উদ্যোক্তা, প্রবাসী বাংলাদেশিসহ বাংলাদেশ দূতাবাস ও প্রকল্পের কর্মকর্তারা।
অনুষ্ঠানে গোলাম মসীহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের সহজ ও সুন্দরভাবে সেবা প্রদান ও তাদের কষ্ট লাঘব করার জন্য প্রবাসী সেবাকেন্দ্রসমূহ কাজ করবে। ভবিষ্যতে সৌদি আরবের বিভিন্ন শহরে পর্যায়ক্রমে আরও সেবাকেন্দ্র খোলা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রশংসা করে বলেন, দূতাবাসের সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রবাসীরা ছুটির দিনে ও অফিস সময়ের পরে এসব সেবাকেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
গোলাম মসীহ বলেন, কিছু সেবার জন্য দূর-দুরান্ত থেকে প্রবাসীদের আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না। এতে প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। তবে যেকোনো প্রয়োজনে দূতাবাসের দরজাও খোলা থাকবে ও দূতাবাসে আগের মতো সকল সেবাই অব্যাহত থাকবে। তিনি বলেন, এসব কেন্দ্র দূতাবাস থেকে নিয়মিত নজরদারি করা হবে যাতে প্রবাসীরা ভালোভাবে সেবা গ্রহণ করতে পারেন এবং কোনো হয়রানির শিকার না হন।
এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান সেবাকেন্দ্রের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান পাসপোর্ট নবায়নসহ প্রবাসীরা বর্তমানে আটটি সেবা এসব কেন্দ্র থেকে নিতে পারবে। তবে ভবিষ্যতে আরও বিভিন্ন সেবা কীভাবে দেওয়া যাবে তা চাহিদার ভিত্তিতে বিবেচনা করা হবে।
প্রবাসীরা এ সময় তাদের জন্য জাতীয় পরিচয়পত্র ও স্মার্টকার্ডসহ বিভিন্ন সেবা প্রাপ্তির দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিশন উপপ্রধান ড. এমডি নজরুল ইসলাম, কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারেকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রিয়াদ ও দাম্মামে প্রবাসী সেবাকেন্দ্র

আপডেট টাইম : ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম ও মদিনায় চালু করা হয়েছে প্রবাসী সেবাকেন্দ্র (ডিজিটাল সেন্টার)। বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও জেদ্দা কনস্যুলেটের পরিচালনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় এই প্রবাসী সেবাকেন্দ্রসমূহ চালু করা হয়।

গত ১৮ অক্টোবর বুধবার রিয়াদে এই সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়। স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী সেবাকেন্দ্রের উদ্যোক্তা, প্রবাসী বাংলাদেশিসহ বাংলাদেশ দূতাবাস ও প্রকল্পের কর্মকর্তারা।
অনুষ্ঠানে গোলাম মসীহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের সহজ ও সুন্দরভাবে সেবা প্রদান ও তাদের কষ্ট লাঘব করার জন্য প্রবাসী সেবাকেন্দ্রসমূহ কাজ করবে। ভবিষ্যতে সৌদি আরবের বিভিন্ন শহরে পর্যায়ক্রমে আরও সেবাকেন্দ্র খোলা হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রশংসা করে বলেন, দূতাবাসের সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রবাসীরা ছুটির দিনে ও অফিস সময়ের পরে এসব সেবাকেন্দ্র থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
গোলাম মসীহ বলেন, কিছু সেবার জন্য দূর-দুরান্ত থেকে প্রবাসীদের আর দূতাবাসে আসার প্রয়োজন হবে না। এতে প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয় হবে। তবে যেকোনো প্রয়োজনে দূতাবাসের দরজাও খোলা থাকবে ও দূতাবাসে আগের মতো সকল সেবাই অব্যাহত থাকবে। তিনি বলেন, এসব কেন্দ্র দূতাবাস থেকে নিয়মিত নজরদারি করা হবে যাতে প্রবাসীরা ভালোভাবে সেবা গ্রহণ করতে পারেন এবং কোনো হয়রানির শিকার না হন।
এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান সেবাকেন্দ্রের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান পাসপোর্ট নবায়নসহ প্রবাসীরা বর্তমানে আটটি সেবা এসব কেন্দ্র থেকে নিতে পারবে। তবে ভবিষ্যতে আরও বিভিন্ন সেবা কীভাবে দেওয়া যাবে তা চাহিদার ভিত্তিতে বিবেচনা করা হবে।
প্রবাসীরা এ সময় তাদের জন্য জাতীয় পরিচয়পত্র ও স্মার্টকার্ডসহ বিভিন্ন সেবা প্রাপ্তির দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিশন উপপ্রধান ড. এমডি নজরুল ইসলাম, কার্যালয় প্রধান ড. ফরিদ উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারেকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি