বাঙালী কণ্ঠ ডেস্কঃ সামরিক শক্তিতে বিশ্বের কোন কোন দেশ কত নম্বরে অবস্থান করছে ২০২০ সালের সে তালিকা প্রকাশ করেছ গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)। সেরা ১০ এর তালিকায় ৯ নম্বরে অবস্থান করছে মুসলিম প্রধান দেশ মিশর এবং ১১তম অবস্থানে আছে তুরস্ক।
এছাড়া ১৪, ১৫ এবং ১৬ নম্বরে অবস্থান করছে যথাক্রমে ইরান, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। ১৭ নাম্বারে অবস্থান করছে সউদী আরব। তালিকায় বাংলাদেশের অবস্থান এ বছর ৪৬ নাম্বারে।
তালিকায় দেখা গেছে, প্রতিবছরের মত এ বছরও সামরিক শক্তিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। অন্যদিকে, তৃতীয় চীন ও চতুর্থ স্থানে ভারত।
৫০টিরও বেশি মাপকাঠির ভিত্তিতে জিএফপি নামের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ‘২০২০ : মিলিটারি স্ট্রেন্থ র্যাংকিং’ তালিকা প্রকাশ করে। ১৩৮টি দেশের মধ্যে সামরিক শক্তিতে সর্বশেষ, ১৩৮তম অবস্থানে আছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান।