ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সম্পর্ক দ্বি-পাক্ষিক সহযোগিতার রোল মডেল

বাংলাদেশর সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ককে দ্বি-পাক্ষিক সহযোগিতার রোল মডেল বলে উল্লেখ করেছেন ঢাকায় সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব ড. এস জয়শংকর।

তিনি বলেছেন, এখন এই সম্পর্ককে আরও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া প্রয়োজন।

১১ মে (বুধবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকলালে এ কথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন।

ভারতীয় পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীকে অবহিত করেন, ২০১৫ সালের মাঝামাঝিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় প্রতিশ্রুত ১১টি উন্নয়ন সহযোগী উদ্যোগের ৮টি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাকি তিনটিতেও হয়েছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এক বছরেরও কম সময়ে এই অগ্রগতিকে একটি বড় অর্জন বলে মনে করেন ভারতীয় পররাষ্ট্রসচিব।

উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অগ্রগতিতে সন্তুষ্টির কথা জানান এবং নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মত দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

ভারতীয় পররাষ্ট্রসচিবের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও সুপ্রিয়া রঙ্গনাথন।

প্রধানমন্ত্রী এ সময় স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর ও বাস্তবায়নে ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করে তিনি বলেন, ওই সফর দুই পক্ষের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

আমরা ভারতের সঙ্গে এই সম্পর্ককে এনজয় করছি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্ক দ্বি-পাক্ষিক সহযোগিতার রোল মডেল

আপডেট টাইম : ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০১৬

বাংলাদেশর সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ককে দ্বি-পাক্ষিক সহযোগিতার রোল মডেল বলে উল্লেখ করেছেন ঢাকায় সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব ড. এস জয়শংকর।

তিনি বলেছেন, এখন এই সম্পর্ককে আরও গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া প্রয়োজন।

১১ মে (বুধবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকলালে এ কথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব বিষয়ে অবহিত করেন।

ভারতীয় পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রীকে অবহিত করেন, ২০১৫ সালের মাঝামাঝিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় প্রতিশ্রুত ১১টি উন্নয়ন সহযোগী উদ্যোগের ৮টি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাকি তিনটিতেও হয়েছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এক বছরেরও কম সময়ে এই অগ্রগতিকে একটি বড় অর্জন বলে মনে করেন ভারতীয় পররাষ্ট্রসচিব।

উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অগ্রগতিতে সন্তুষ্টির কথা জানান এবং নরেন্দ্র মোদীর ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলে মত দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদ ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

ভারতীয় পররাষ্ট্রসচিবের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও সুপ্রিয়া রঙ্গনাথন।

প্রধানমন্ত্রী এ সময় স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর ও বাস্তবায়নে ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করে তিনি বলেন, ওই সফর দুই পক্ষের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

আমরা ভারতের সঙ্গে এই সম্পর্ককে এনজয় করছি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী