ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোরা জেলায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আলমোরার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল টাইমস অব ইন্ডিয়াকে জানান, ২২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
এনডিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনিধান্দা থেকে নৈনিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোরা মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এ পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৭টার দিকে পথের এক মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গীত জাগির নদীর খাড়া পাড় ধরে গড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬

আপডেট টাইম : ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোরা জেলায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আলমোরার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল টাইমস অব ইন্ডিয়াকে জানান, ২২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।
এনডিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনিধান্দা থেকে নৈনিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোরা মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এ পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৭টার দিকে পথের এক মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গীত জাগির নদীর খাড়া পাড় ধরে গড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।