ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।ফলশ্রুতিতে ট্রাম্পের ভূমিধ্বস বিজয়ের পর বিটকয়েনের মূল্য রেকর্ড ৮০,০০০ ডলার ছাড়িয়ে গেছে। ৮০ শতাংশেরও বেশি বেড়েছে এর দাম। অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলোও লাভের মুখ দেখছে। বিশেষ করে ডোজকয়েন। যা নিয়ে ট্রাম্প সমর্থক ইলন মাস্ক প্রচারণা চালিয়েছেন।
নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি একটি কৌশলগত বিটকয়েন মজুদের ব্যবস্থা করবেন এবং ক্রিপ্টো-বান্ধব আর্থিক নিয়ন্ত্রকদের নিয়োগ দেবেন। যা ক্রিপ্টো শিল্পের ওপর থেকে নিয়ম-নীতি শিথিল করার প্রত্যাশা তৈরি করেছে।
ট্রাম্পের মতে, তার প্রশাসনের প্রথম কাজ হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান গ্যারি জেনসলারকে বরখাস্ত করা। যিনি জো বাইডেনের অধীনে ২০২১ সালে নিয়োগ পেয়েছিলেন এবং ক্রিপ্টো শিল্পের ওপর কঠোর নীতি আরোপ করেছেন।
ট্রাম্পের সামগ্রিক পরিকল্পনা মূলত আমেরিকান জনগণের ওপর থেকে কর কমানো এবং তাদের ব্যবসায় নিয়ম-নীতি সহজ করার কথা বলে। যা নির্বাচনের পর অন্যান্য বিনিয়োগে প্রবৃদ্ধি এনেছে। সূত্র: বিবিসি