যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর এক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে, জানিয়েছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ।
বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ওয়াশিংটনের রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের কাছে ঘটনাটি ঘটেছে। ওই সময় উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ে ৩৩ এর দিকে এগিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর সেটি ওয়াশিংটনের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে।
উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন আর হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা ছিলেন। হেলিকপ্টারটি মার্কিন সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
উড়োজাহাজ বিধ্বস্তের পর চারজনকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর হয়েছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে কিছু জানা যায়নি।
টেক্সাসের সেনেটর টেড ক্রুজ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, “সেখানে হতাহতের ঘটনা ঘটেছে বলে জেনেছি আমরা। তবে কতোজনকে হারিয়েছি তা এখনও জানতে পারিনি।”
ক্রুজ বিস্তারিত আর কিছু জানাননি। তার জানানো তথ্যগুলোর উৎসও প্রকাশ করেননি।
উড়োজাহাজটি কানসাস থেকে ওয়াশিংটনে এসেছিল। ঘটনার পর বড় ধরনের জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দর থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানানো হয়েছে বলে ফক্স নিউজকে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট।
কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। ব্ল্যাক হক মার্কিন সেনাবাহিনীর একটি কৌশলগত পরিবহন হেলিকপ্টার।