ঢাকা , বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার তিস্তাপাড়ের মানুষের মতামত নিয়েই হবে মহাপরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষ চলছে, আহত ৩০ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়: তারেক রহমান চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি চট্টগ্রামে হাসনাত-আরিফকে অবাঞ্ছিত ঘোষণা ১৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় বেঁধে দিলেন ট্রাইব্যুনাল ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকারে রহস্যজনক আগুন সুনামগঞ্জে মোবাইল মার্কেটে ৪৮ লাখ টাকার মালামাল চুরি বিএনপি সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করেছে: মিনু তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে পদযাত্রায় জনতার ঢল

পুতিনকে হত্যার চেষ্টা চালিয়েছিল বাইডেন প্রশাসন, দাবি মার্কিন সাংবাদিকের

নামকরা মার্কিন সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক টাকার কার্লসন যুক্তরাষ্ট্রের সাবেক জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টার অভিযোগ তুলেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য পলিটিকো’র প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক সোমবার তার পডকাস্ট ‘দ্য টাকার কার্লসন শো’র সর্বশেষ পর্বে বলেছেন, “বাইডেন প্রশাসন এটি করেছে। তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছিল।”

তবে কার্লসন তার এ দাবির সপক্ষে কোনও প্রমাণ দেননি।পুতিন হত্যাচেষ্টাকে ‘পাগলামি’ আখ্যা দিয়ে কার্লসন বলেন, “এমন কিছু চিন্তা করাটাই তো পাগলামি।” কারণ তার কথায়, এর মধ্য দিয়ে মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর চেষ্টা নিয়েছিল ওয়াশিংটন। লক্ষ্য ছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ বাধানো এবং বিশ্বে বিশৃঙ্খলার বীজ বপন করা।

২০২১ সাল থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শাসনক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন। এ সময় ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ আরও জোরদার হয়েছে।

কার্লসন বাইডেন প্রশাসন সম্পর্কে এমন গুরুতর অভিযোগ করলেও এর কোনও প্রমাণ না দেওয়ায় তার কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়া সঙ্গে সঙ্গেই কার্লসনের কথায় প্রতিক্রিয়া জানিয়েছে।

নিউজউইক লিখেছে, রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন মার্কিন সাংবাদিক কার্লসনের তোলা অভিযোগের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, “পুৃতিনকে হত্যার চক্রান্তের মতো বিষয় নিয়ে এমন নিছক কথা বলার মানে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া।” কার্লসনের অভিযোগ নিয়ে আরও তদন্ত করার দাবিও জানান ভোলোদিন।

২০২৩ সালে টাকার কার্লসন ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে ফক্স নিউজের বিরুদ্ধে আইনি জটিলতা দেখা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল।

এরপর থেকে কার্লসন প্রায়ই ক্রেমলিনের বক্তব্য সমর্থনে কথা বলে আসছেন। এমনকি তিনি ইউক্রেইনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচক এবং ইউক্রেইনকে ‘অগণতান্ত্রিক’ দেশও বলেছেন।

গতবছর ফেব্রুয়ারিতে পুতিনের একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য কার্লসন মস্কো সফর করেছিলেন। পরবর্তীতে ডিসেম্বরে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করতে ফের রাশিয়ায় যান

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার

পুতিনকে হত্যার চেষ্টা চালিয়েছিল বাইডেন প্রশাসন, দাবি মার্কিন সাংবাদিকের

আপডেট টাইম : ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

নামকরা মার্কিন সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক টাকার কার্লসন যুক্তরাষ্ট্রের সাবেক জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টার অভিযোগ তুলেছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য পলিটিকো’র প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক সোমবার তার পডকাস্ট ‘দ্য টাকার কার্লসন শো’র সর্বশেষ পর্বে বলেছেন, “বাইডেন প্রশাসন এটি করেছে। তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছিল।”

তবে কার্লসন তার এ দাবির সপক্ষে কোনও প্রমাণ দেননি।পুতিন হত্যাচেষ্টাকে ‘পাগলামি’ আখ্যা দিয়ে কার্লসন বলেন, “এমন কিছু চিন্তা করাটাই তো পাগলামি।” কারণ তার কথায়, এর মধ্য দিয়ে মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর চেষ্টা নিয়েছিল ওয়াশিংটন। লক্ষ্য ছিল, তৃতীয় বিশ্বযুদ্ধ বাধানো এবং বিশ্বে বিশৃঙ্খলার বীজ বপন করা।

২০২১ সাল থেকে ২০২৫ সালের ২০ জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের শাসনক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন। এ সময় ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধ আরও জোরদার হয়েছে।

কার্লসন বাইডেন প্রশাসন সম্পর্কে এমন গুরুতর অভিযোগ করলেও এর কোনও প্রমাণ না দেওয়ায় তার কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়া সঙ্গে সঙ্গেই কার্লসনের কথায় প্রতিক্রিয়া জানিয়েছে।

নিউজউইক লিখেছে, রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন মার্কিন সাংবাদিক কার্লসনের তোলা অভিযোগের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, “পুৃতিনকে হত্যার চক্রান্তের মতো বিষয় নিয়ে এমন নিছক কথা বলার মানে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া।” কার্লসনের অভিযোগ নিয়ে আরও তদন্ত করার দাবিও জানান ভোলোদিন।

২০২৩ সালে টাকার কার্লসন ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে ফক্স নিউজের বিরুদ্ধে আইনি জটিলতা দেখা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল।

এরপর থেকে কার্লসন প্রায়ই ক্রেমলিনের বক্তব্য সমর্থনে কথা বলে আসছেন। এমনকি তিনি ইউক্রেইনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচক এবং ইউক্রেইনকে ‘অগণতান্ত্রিক’ দেশও বলেছেন।

গতবছর ফেব্রুয়ারিতে পুতিনের একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য কার্লসন মস্কো সফর করেছিলেন। পরবর্তীতে ডিসেম্বরে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করতে ফের রাশিয়ায় যান