ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পোষা ছাগল চিবিয়ে খেল ৬৬ হাজার টাকা

প্রবাদে রয়েছে ছাগলে কিনা খায়! সেই প্রবাদটি এবার সত্য প্রমাণিত হলো। ভারতের উত্তর প্রদেশের সর্বেশকুমার পালের রয়েছে একটি পোষা ছাগল। সাধের পোষা ছাগলটি চিবিয়ে খেয়ে ফেলেছে তাঁর ৬৬ হাজার টাকা। আশ্চর্যজনক এ ঘটনাটি সোমবার (৫ জুন) কনৌজ জেলার সিলুয়াপুর গ্রামে ঘটেছে। চাষবাস করে দিন কাটে সর্বেশের। বাড়ি ঠিক করার জন্য ইট কিনতে হবে বলে ৬৬ হাজার টাকা ঘরে এনে রেখেছিলেন। ট্রাউজারের পকেটে রেখে নিশ্চিন্তে গোসল করতে গিয়েছিলেন তিনি। গোসল সেরে ফিরে এসে যা দেখলেন তাতে তাঁর হাত পা ছড়িয়ে কাঁদার মতো হাল। তার পোষা ছাগলটি মনের সুখে ওই নোটের বান্ডিল খেয়ে চলেছে চিবিয়ে চিবিয়ে। ছুটে গিয়ে ছাগলের মুখ থেকে ওই নোট টেনে বের করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে প্রায় সব নোট ছাগলের পেটে চলে গিয়েছে। টানাটানিতে মাত্র দুটি দু’হাজার টাকার নোট বাঁচাতে পেরেছেন তিনি। তবে সেগুলোর অবস্থাও শোচনীয়। ছাগলের থুথুমাখা, দুর্দশাগ্রস্ত সেই নোট দু’টোও আদৌ কাজে আসবে কি না তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে সর্বেশের। তবে টাকার শোকে ক্রুদ্ধ হয়ে ‘অপরাধী’ ছাগলকে শাস্তি দিলেন না সর্বেশ। মাফ করে দিয়েছেন প্রিয় ছাগলকে। মজা করেই তিনি বললেন, “সব ধরনের কাগজ খাওয়ায় সুনাম আছে ওর। সুযোগ পেয়েই তাই নিজের প্রিয় খাবার চিবোতে লেগেছিল। তবে কী আর করা যাবে, ছাগলটা তো আমার সন্তানেরই মতো।” এ ঘটনার পর সর্বেশের বাড়িতে গোটা গ্রাম ভেঙে পড়েছে। অনেকে ছাগলের সঙ্গে সেলফিও তুলতে শুরু করেছেন। অনেকে ছাগলটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন যদি ওষুধ খাইয়ে নোটগুলো বের করিয়ে নেওয়া যায়। আবার অনেকে মজা করে বলছেন, “ছাগলটাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হোক। যতই হোক এটা তো একটা গুরুতর অপরাধ।” প্রতিবেশীদের এহেন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে সর্বেশ এবং তাঁর স্ত্রী দুজনেই বলেছেন, “পোষা ছাগলের উপর তো আর নিষ্ঠুর হতে পারি না। সে তো আমাদের পরিবারেরই একজন। আমাদেরই বরং সতর্ক হওয়া উচিত্ ছিল।” সূত্র: আনন্দবাজার

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পোষা ছাগল চিবিয়ে খেল ৬৬ হাজার টাকা

আপডেট টাইম : ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০১৭

প্রবাদে রয়েছে ছাগলে কিনা খায়! সেই প্রবাদটি এবার সত্য প্রমাণিত হলো। ভারতের উত্তর প্রদেশের সর্বেশকুমার পালের রয়েছে একটি পোষা ছাগল। সাধের পোষা ছাগলটি চিবিয়ে খেয়ে ফেলেছে তাঁর ৬৬ হাজার টাকা। আশ্চর্যজনক এ ঘটনাটি সোমবার (৫ জুন) কনৌজ জেলার সিলুয়াপুর গ্রামে ঘটেছে। চাষবাস করে দিন কাটে সর্বেশের। বাড়ি ঠিক করার জন্য ইট কিনতে হবে বলে ৬৬ হাজার টাকা ঘরে এনে রেখেছিলেন। ট্রাউজারের পকেটে রেখে নিশ্চিন্তে গোসল করতে গিয়েছিলেন তিনি। গোসল সেরে ফিরে এসে যা দেখলেন তাতে তাঁর হাত পা ছড়িয়ে কাঁদার মতো হাল। তার পোষা ছাগলটি মনের সুখে ওই নোটের বান্ডিল খেয়ে চলেছে চিবিয়ে চিবিয়ে। ছুটে গিয়ে ছাগলের মুখ থেকে ওই নোট টেনে বের করার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে প্রায় সব নোট ছাগলের পেটে চলে গিয়েছে। টানাটানিতে মাত্র দুটি দু’হাজার টাকার নোট বাঁচাতে পেরেছেন তিনি। তবে সেগুলোর অবস্থাও শোচনীয়। ছাগলের থুথুমাখা, দুর্দশাগ্রস্ত সেই নোট দু’টোও আদৌ কাজে আসবে কি না তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে সর্বেশের। তবে টাকার শোকে ক্রুদ্ধ হয়ে ‘অপরাধী’ ছাগলকে শাস্তি দিলেন না সর্বেশ। মাফ করে দিয়েছেন প্রিয় ছাগলকে। মজা করেই তিনি বললেন, “সব ধরনের কাগজ খাওয়ায় সুনাম আছে ওর। সুযোগ পেয়েই তাই নিজের প্রিয় খাবার চিবোতে লেগেছিল। তবে কী আর করা যাবে, ছাগলটা তো আমার সন্তানেরই মতো।” এ ঘটনার পর সর্বেশের বাড়িতে গোটা গ্রাম ভেঙে পড়েছে। অনেকে ছাগলের সঙ্গে সেলফিও তুলতে শুরু করেছেন। অনেকে ছাগলটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন যদি ওষুধ খাইয়ে নোটগুলো বের করিয়ে নেওয়া যায়। আবার অনেকে মজা করে বলছেন, “ছাগলটাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হোক। যতই হোক এটা তো একটা গুরুতর অপরাধ।” প্রতিবেশীদের এহেন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে সর্বেশ এবং তাঁর স্ত্রী দুজনেই বলেছেন, “পোষা ছাগলের উপর তো আর নিষ্ঠুর হতে পারি না। সে তো আমাদের পরিবারেরই একজন। আমাদেরই বরং সতর্ক হওয়া উচিত্ ছিল।” সূত্র: আনন্দবাজার