ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাখির কলতানে মুখরিত আলতাদিঘী

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পাখির কিচির মিচির শব্দে মুখরিত চারপাশ। শীতের তীব্রতা যত বাড়ছে দূর দূরান্ত থেকে পাখিরাও আসছে। যেন এক অপরূপ সাজে সেজেছে আলতাদিঘী জাতীয় উদ্যান।

সীমান্তের কোল ঘেষা উপজেলা নওগাঁর ধামইরহাট। সেখানেই আলতাদিঘী জাতীয় উদ্যান অবস্থিত।

আরে শীত বলে কিছু নেই। দাঁড়াও একটা ডুব দিয়ে আসি

স্কুলের পিটি চলছে না কি? নাহ দলবেঁধে গল্প চলছে

এই দেখো, আমি কতদূর উড়তে পারি

শেষ বিকেলের রোদ পড়েছে পানিতে। ছুটে চলছে এক ঝাঁক পরিযায়ী পাখি। এ দৃশ‌্য মুগ্ধ করবে প্রকৃতিপ্রেমীকে

মাথায় সামান‌্য লাল। গলায় কিছুটা সাদা, পিঠে হালকা হলুদ। নাম না জানা পাখিটা দেখতে কী সুন্দর

না, আজ এখন পর্যন্ত কিছুই খেতে পারলাম না। চলছে খাবারের সন্ধান

শোন শোন একটা গোপন কথা বলি। চলছে দুজনের আলোচনা

সঙ্গীটা যে কই গেলো? আর কতক্ষণ একা বসে থাকব

আহ কতদিন পর রোদ উঠেছে। একটু রোদ পোহাই

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

পাখির কলতানে মুখরিত আলতাদিঘী

আপডেট টাইম : ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

বাঙালী কণ্ঠ ডেস্কঃ পাখির কিচির মিচির শব্দে মুখরিত চারপাশ। শীতের তীব্রতা যত বাড়ছে দূর দূরান্ত থেকে পাখিরাও আসছে। যেন এক অপরূপ সাজে সেজেছে আলতাদিঘী জাতীয় উদ্যান।

সীমান্তের কোল ঘেষা উপজেলা নওগাঁর ধামইরহাট। সেখানেই আলতাদিঘী জাতীয় উদ্যান অবস্থিত।

আরে শীত বলে কিছু নেই। দাঁড়াও একটা ডুব দিয়ে আসি

স্কুলের পিটি চলছে না কি? নাহ দলবেঁধে গল্প চলছে

এই দেখো, আমি কতদূর উড়তে পারি

শেষ বিকেলের রোদ পড়েছে পানিতে। ছুটে চলছে এক ঝাঁক পরিযায়ী পাখি। এ দৃশ‌্য মুগ্ধ করবে প্রকৃতিপ্রেমীকে

মাথায় সামান‌্য লাল। গলায় কিছুটা সাদা, পিঠে হালকা হলুদ। নাম না জানা পাখিটা দেখতে কী সুন্দর

না, আজ এখন পর্যন্ত কিছুই খেতে পারলাম না। চলছে খাবারের সন্ধান

শোন শোন একটা গোপন কথা বলি। চলছে দুজনের আলোচনা

সঙ্গীটা যে কই গেলো? আর কতক্ষণ একা বসে থাকব

আহ কতদিন পর রোদ উঠেছে। একটু রোদ পোহাই