ঢাকা , রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আমি নিশ্চিত নতুন জীবন পাবেন

বাঙালী কণ্ঠ নিউজঃ  পাহা‌ড়ে পাহা‌ড়ে মে‌ঘে‌দের খেলা। আপনার ম‌নে হ‌বে মে‌ঘে মে‌ঘে ভাস‌ছেন। বল‌ছি ভুটা‌নের রাজধানী থিম্পু থে‌কে পর্যটন শহর পুনাখা যাওয়ার প‌থের কথা। আজ ( ১২ জুলাই) আমরা সারাদিন সেখা‌নে ছিলাম।

গা‌ড়ি ভাড়া ক‌রে কিংবা বা‌সে যেভা‌বে ইচ্ছে যেতে পার‌বেন। পুরোটা পথ আপনি  মেঘ আর পাহাড়ের সবুজ গা‌ছে‌দের সা‌রি মুগ্ধ হ‌য়ে দেখ‌বেন। বি‌শেষ ক‌রে দোচুলায় আপনার গা‌ড়ি যখন যাত্রা‌বির‌তি দে‌বে বৌদ্ধ মঠসহ আশপাশের প‌রি‌বেশ আপনাকে মুগ্ধ কর‌বে। আকাশ প‌রিস্কার থাক‌লে উঁচু এই স্থান থে‌কে হিমাল‌য়ের নানা রেঞ্জ দেখ‌তে পা‌বেন।

‌থিম্পু থে‌কে পুনাখা যেতে আপনার ঘন্টা তি‌নেক লাগ‌বে। প‌থে পিনচুনাসহ বি‌ভিন্ন এলাকায় চো‌খে পড়‌বে পাহা‌ড়ি সব ঝর্না। প‌থে হঠাৎ হঠাৎ দেখ‌বেন ভুটা‌নিরা শসা, ভুট্টাসহ অনেক কিছু বিক্রি কর‌ছে। পা‌বেন ফ্রেশ আপেলও। আর ‌তিন ঘন্টার যাত্রা পথ পুরোটাই চো‌খের শা‌ন্তি।

পুনাখার দু‌টি নদী, নদীর উপর দীর্ঘ ঝুলন্ত ব্রিজ যেটা আমার ফেসবুকের কাভার পিকচার, নদীর পা‌ড়ের বিখ্যাত জং সব‌কিছু আপনাকে মুগ্ধ কর‌বে। কাল যা‌বো পারো। জানা‌বো সেখানকার কথা। ত‌বে আমার ম‌নে হয় আপনার যারা প্রকৃ‌তি দেখার জন্য ঘুর‌তে চান, চো‌খের শান্তি ম‌নের শা‌ন্তি চান তারা ভুটান ঘুরতে পা‌রেন। আমি নি‌শ্চিত আপনি নতুন জীবন পা‌বেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আমি নিশ্চিত নতুন জীবন পাবেন

আপডেট টাইম : ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ  পাহা‌ড়ে পাহা‌ড়ে মে‌ঘে‌দের খেলা। আপনার ম‌নে হ‌বে মে‌ঘে মে‌ঘে ভাস‌ছেন। বল‌ছি ভুটা‌নের রাজধানী থিম্পু থে‌কে পর্যটন শহর পুনাখা যাওয়ার প‌থের কথা। আজ ( ১২ জুলাই) আমরা সারাদিন সেখা‌নে ছিলাম।

গা‌ড়ি ভাড়া ক‌রে কিংবা বা‌সে যেভা‌বে ইচ্ছে যেতে পার‌বেন। পুরোটা পথ আপনি  মেঘ আর পাহাড়ের সবুজ গা‌ছে‌দের সা‌রি মুগ্ধ হ‌য়ে দেখ‌বেন। বি‌শেষ ক‌রে দোচুলায় আপনার গা‌ড়ি যখন যাত্রা‌বির‌তি দে‌বে বৌদ্ধ মঠসহ আশপাশের প‌রি‌বেশ আপনাকে মুগ্ধ কর‌বে। আকাশ প‌রিস্কার থাক‌লে উঁচু এই স্থান থে‌কে হিমাল‌য়ের নানা রেঞ্জ দেখ‌তে পা‌বেন।

‌থিম্পু থে‌কে পুনাখা যেতে আপনার ঘন্টা তি‌নেক লাগ‌বে। প‌থে পিনচুনাসহ বি‌ভিন্ন এলাকায় চো‌খে পড়‌বে পাহা‌ড়ি সব ঝর্না। প‌থে হঠাৎ হঠাৎ দেখ‌বেন ভুটা‌নিরা শসা, ভুট্টাসহ অনেক কিছু বিক্রি কর‌ছে। পা‌বেন ফ্রেশ আপেলও। আর ‌তিন ঘন্টার যাত্রা পথ পুরোটাই চো‌খের শা‌ন্তি।

পুনাখার দু‌টি নদী, নদীর উপর দীর্ঘ ঝুলন্ত ব্রিজ যেটা আমার ফেসবুকের কাভার পিকচার, নদীর পা‌ড়ের বিখ্যাত জং সব‌কিছু আপনাকে মুগ্ধ কর‌বে। কাল যা‌বো পারো। জানা‌বো সেখানকার কথা। ত‌বে আমার ম‌নে হয় আপনার যারা প্রকৃ‌তি দেখার জন্য ঘুর‌তে চান, চো‌খের শান্তি ম‌নের শা‌ন্তি চান তারা ভুটান ঘুরতে পা‌রেন। আমি নি‌শ্চিত আপনি নতুন জীবন পা‌বেন।