ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোজপুরে চাক জালের হাট

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্ষার মৌসুমে জোয়ারের পানিতে ভেসে আসে প্রচুর মাছ। আর এই মাছ ধরার প্রধান মাধ্যম হচ্ছে জাল। সেই জালের হাটই জমে উঠেছে পিরোজপুরের রোজপুরে।

বর্ষা মৌসুমে এলেই এ অঞ্চলে মাছ ধরার জন্য জালের চাহিদা বেড়ে যায়। কিশোর, যুবক, বৃদ্ধসহ ও জেলেরা মেতে ওঠে মাছ ধরায়। আর মাছ ধরার জন্য সবাই ব্যবহার করেন বিভিন্ন মাছ ধরার ফাঁদসহ বেশ কয়েক রকমের জাল। এসব জালের মধ্যে রয়েছে বড় জাল, চাক জাল, ধর্মজাল, খড়া, ঢেলাজাল ও ঝাঁকিজালসহ আরও কত কী!

তবে, পিরোজপুরের বিভিন্ন উপজেলায় এবার বর্ষায় চাক জালে বিক্রির হিড়িক পড়েছে। চিকন সুতা ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। চাকার মতো ঘোরানো যায়, তাই এর নাম চাক জাল।

বর্ষা মৌসুমে উপকূলীয় এলাকার বিভিন্ন হাটবাজারে এ জালের বেচাকেনা হয়। জেলার কাউখালী উপজেলার দক্ষিন বাজারে প্রতি সোম ও শুক্রবার বসছে জালের হাট।

জাল কিনতে আসা বাশুরী গ্রামের সবুজ জানান, চাক জাল দিয়ে শুধু চিংড়ি মাছ ধরা হয়। বর্ষা মৌসুমে ধান ক্ষেতে ও ছোট নালায় প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ ধরার জন্য চাক জালের ব্যাপক চাহিদা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

রোজপুরে চাক জালের হাট

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্ষার মৌসুমে জোয়ারের পানিতে ভেসে আসে প্রচুর মাছ। আর এই মাছ ধরার প্রধান মাধ্যম হচ্ছে জাল। সেই জালের হাটই জমে উঠেছে পিরোজপুরের রোজপুরে।

বর্ষা মৌসুমে এলেই এ অঞ্চলে মাছ ধরার জন্য জালের চাহিদা বেড়ে যায়। কিশোর, যুবক, বৃদ্ধসহ ও জেলেরা মেতে ওঠে মাছ ধরায়। আর মাছ ধরার জন্য সবাই ব্যবহার করেন বিভিন্ন মাছ ধরার ফাঁদসহ বেশ কয়েক রকমের জাল। এসব জালের মধ্যে রয়েছে বড় জাল, চাক জাল, ধর্মজাল, খড়া, ঢেলাজাল ও ঝাঁকিজালসহ আরও কত কী!

তবে, পিরোজপুরের বিভিন্ন উপজেলায় এবার বর্ষায় চাক জালে বিক্রির হিড়িক পড়েছে। চিকন সুতা ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। চাকার মতো ঘোরানো যায়, তাই এর নাম চাক জাল।

বর্ষা মৌসুমে উপকূলীয় এলাকার বিভিন্ন হাটবাজারে এ জালের বেচাকেনা হয়। জেলার কাউখালী উপজেলার দক্ষিন বাজারে প্রতি সোম ও শুক্রবার বসছে জালের হাট।

জাল কিনতে আসা বাশুরী গ্রামের সবুজ জানান, চাক জাল দিয়ে শুধু চিংড়ি মাছ ধরা হয়। বর্ষা মৌসুমে ধান ক্ষেতে ও ছোট নালায় প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ ধরার জন্য চাক জালের ব্যাপক চাহিদা রয়েছে।