বাঙালী কণ্ঠ নিউজঃ সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট প্রকল্প বাস্তবায়নে মাত্র ১ ঘণ্টায় ৭ লাখ বৃক্ষরোপণ সম্পন্ন করে বিশ্বের মধ্যে অনন্য রেকর্ড গড়ল রাজারহাট উপজেলা । শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাই বৃক্ষ রোপণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এজন্য তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আসছিল। রাজারহাট উপজেলার মতো সারা দেশে এ কার্যক্রম চললে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। গতকাল কুড়িগ্রামের রাজারহাট উপজেলাজুড়ে একযোগে মাত্র ১ ঘণ্টায় ৭ লাখ বৃক্ষরোপণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এ কথা বলেন। রাজারহাট হ্যালিপ্যাড মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষী আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান প্রমুখ। রাজারহাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ৭টি ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ঘড়ির কাঁটায় ঠিক তখন সকাল ১০টা একযোগে গোটা উপজেলাজুড়ে ৩ হাজার টিম লিডারের বাঁশি বাজিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু হয়ে তা চলে বেলা ১১টা পর্যন্ত। এতে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ হাজার শিক্ষার্থীসহ ১ লাখ ১৫ হাজার সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণে উপজেলার ৫০০টি রাস্তার ৫০১ কি. মি. এলাকাজুড়ে আনন্দমুখর পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন হয়। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ২০০টি কমিটি কাজ করে। উল্লেখ্য, ৬৩ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি জাতের ৭ লাখ চারা রোপণ করা হয়। এ ব্যাপারে রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ জানান, বৃক্ষরোপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি বিশ্বের মধ্যে উপজেলা পর্যায়ে এই প্রথম। আশা করছি, সবুজ ও পরিচ্ছন্ন রাজারহাট হিসেবে গিনেস বুকে রেকর্ড গড়লো রাজারহাট উপজেলা। শেষে তিনি সাংবাদিকদের কাছে বৃক্ষরোপণ কর্মসূচির তাৎপর্য তুলে ধরে প্রেস বরিফিং দেন।
সংবাদ শিরোনাম :
আ. লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও তরুণদের বিপথগামী করতে পারেনি: মঈন খান
তামিমের সঙ্গে ব্যাটিং সব সময় দারুণ লাগত ইমরুলের
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল
সয়াবিন তেলের বাজারে আবার অস্থিরতা
ট্রাম্পের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা
জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ, দিনব্যাপী নানা আয়োজন
দেশে চালু করা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট
ফারুকীকে প্রত্যাহার না করলে রাজপথে নামব : ফয়জুল করীম
লাল শাপলার মোহনীয় রূপে সেজেছে তারাপুরের ফসলের মাঠ
উপদেষ্টাদের অনেকেই বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন : মাহমুদুর রহমান
রাজারহাটে ১ ঘণ্টায় ৭ লাখ বৃক্ষরোপণ
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৬:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
- 351
Tag :
জনপ্রিয় সংবাদ